• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫, ২১ ফাল্গুন ১৪৩১

Advertise your products here

  1. জাতীয়

শাহজাদপুরে আবাসিক হোটেলে আগুন, চারজনের মৃত্যু


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ০৩ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ০১:৫১ পিএম
শাহজাদপুরে আবাসিক হোটেলে আগুন, চারজনের মৃত্যু

রাজধানীর ভাটারা থানাধীন শাহজাদপুরে সৌদিয়া হোটেলে লাগা আগুনে চারজন নিহত হয়েছেন।নিহতদের চারজনই পুরুষ। তবে প্রাথমিকভাবে তাদের নাম পরিচয় জানাতে পারেনি ফায়ার সার্ভিস। 

সোমবার (৩ মার্চ) দুপুর ১২টা ১৭ মিনিটের দিকে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। 

বিষয়টি নিশ্চিত করে সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, আজ বেলা ১২টা ১৭ মিনিটের দিকে আমাদের কাছে সংবাদ আসে রাজধানীর ভাটারা থানাধীন শাহজাদপুরে সৌদিয়া হোটেলে আগুন লাগার ঘটনা ঘটে। পরে আমাদের দুইটি ইউনিট প্রায় আধা ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও বলেন, হোটেল ভবনটি ছয়তলা ছিল কিন্তু আগুন লাগে দুই তালায়। আগুন নিয়ন্ত্রণের পর আমাদের তল্লাশি দল হোটেলের ভেতরে চারজনের মরদেহ পায়। সব মরদেহ পাওয়া যায় ছয়তলায়। ছয় তালার বাথরুমের ভেতরের তিনটি সিঁড়ির গোড়ায় মরদেহ গুলা পাওয়া যায়। সিঁড়ির দরজার তালা মারা ছিল। নিহতরা সবাই পুরুষ। প্রাথমিকভাবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন