শান্তির জন্য প্রস্তুত রাশিয়া, বললেন ডোনাল্ড ট্রাম্প

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বিষয়ে আলোচনার টেবিলে বসার ইচ্ছা প্রকাশ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জেলেনস্কির কাছ থেকে চিঠি পাওয়ার তথ্য নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।


মঙ্গলবার কংগ্রেসে দেওয়া বক্তৃতায় জেলেনস্কির চিঠির বিষয়টি প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘‘চিঠিতে জেলেনস্কি লিখেছেন, ইউক্রেন যত দ্রুত সম্ভব স্থায়ী শান্তির জন্য আলোচনার টেবিলে বসতে প্রস্তুত। ইউক্রেনীয়দের চেয়ে কেউ বেশি শান্তি চায় না।’’
ট্রাম্প বলেন, তিনি রাশিয়ার সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনায় আছেন এবং রাশিয়া শান্তির জন্য প্রস্তুত বলে দৃঢ় ইঙ্গিত পেয়েছেন। তিনি বলেন, ‘‘সেটা কি সুন্দর হবে না? এই উন্মাদনা থামানোর সময় এসেছে। সময় এসেছে হত্যাকাণ্ড বন্ধ করার। এই নির্বোধ যুদ্ধ শেষ করার সময় এসেছে। আপনি যদি যুদ্ধ শেষ করতে চান, তাহলে আপনাকে উভয়পক্ষের সঙ্গে কথা বলতে হবে।’’
কংগ্রেসে দেওয়া ভাষণে ট্রাম্প ইউক্রেন ও রাশিয়ার বিষয়ে নিজের পরিকল্পনার আরও বিস্তারিত রূপরেখা প্রকাশ করবেন বলে প্রত্যাশা করা হয়েছিল। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের বৃহত্তম এই সংঘাতের অবসান কীভাবে ঘটাতে চান সে বিষয়ে বিস্তারিত কোনও তথ্য জানাননি তিনি।
ট্রাম্প বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি খনিজ চুক্তিতে স্বাক্ষর করতে প্রস্তুত আছে ইউক্রেন। ওয়াশিংটন বলেছে, ইউক্রেনের প্রতিরক্ষার জন্য যুক্তরাষ্ট্রের সহায়তা অব্যাহত রাখাটা গুরুত্বপূর্ণ।
ট্রাম্প প্রশাসন ও ইউক্রেন সামরিক সহায়তার বিনিময়ে এই চুক্তিতে স্বাক্ষর করার পরিকল্পনা করেছে বলে চারটি সূত্র জানিয়েছে। তবে ট্রাম্প এই চুক্তি স্বাক্ষর স্থগিত করেছেন। আর যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ইউক্রেনের সঙ্গে খনিজ চুক্তি স্বাক্ষরের কোনও পরিকল্পনা নেই।


এর আগে, মঙ্গলবার সকালের দিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গত সপ্তাহে ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে বিতর্কিত বৈঠকের বিষয়ে অনুশোচনা প্রকাশ করেন জেলেনস্কি। পোস্টে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউক্রেনের সম্পর্ক মেরামত করার প্রতিশ্রুতি দেন তিনি।
প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, তিনি যেকোনও সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউক্রেনের খনিজ চুক্তিতে স্বাক্ষর করতে প্রস্তুত আছেন।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন

আপনার মতামত লিখুন: