গড়ে তুলতে হবে দক্ষ মানবসম্পদ চতুর্থ শিল্পবিপ্লবের উপযোগী : প্রধানমন্ত্রী
মানবসম্পদ গড়ে তুলতে চতুর্থ শিল্পবিপ্লবের উপযোগী হবে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উল্লেক করে বলেছেন, আমরা পদক্ষেপ নিয়েছি গড়ে তোলার দক্ষ জনশক্তি। শিল্পখাতে বার বার পরিবর্তন আসছে। চতুর্থ শিল্পবিপ্লব এখন আসছে। আমাদের মানবসম্পদ তার উপযোগী করে গড়ে তুলতে হবে।
বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরদের গণভবনে আজ বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সমন্বয়ে গঠিত বাংলাদেশ বিশ্ববিদ্যালয় কমিটির সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রী এসব কথা বলেন সৌজন্যে সাক্ষাৎ অনুষ্ঠানে। প্রধানমন্ত্রী বলেন, ‘যে বার্তা চতুর্থ শিল্পবিপ্লব আগমনের আমরা পাচ্ছি, সেভাবে দক্ষ জনশক্তি এখন থেকে যদি গড়ে তুলতে না পারি, তাহলে ওই জায়গাটা পারব না আমরা ধরতে।
আরও পড়ুন>> এ দেশে একজন মানুষও ভূমিহীন বা ঠিকানাবিহীন থাকবে না : প্রধানমন্ত্রী
কাজেই সেভাবে কাজ করে যাচ্ছি আমরা মাথায় রেখেই।’প্রধানমন্ত্রী আরও বলেন, ‘কৃষিভিত্তিক আমাদের অর্থনীতি। শিল্পায়নেও সঙ্গে সঙ্গে যেতে হয়। কিন্তু একটা পরিকল্পিতভাবে আমরা শিল্পায়নে যাচ্ছি যদি না যাই, লোকসংখ্যা বেশি আমার ছোট জায়গায় সেটা মাথা রেখেই গড়ে তুলেছি আমরা ১০০টা শিল্পাঞ্চল। শিল্পাঞ্চল করতে এর বাইরে কেউ পারবে না। পরিবেশ রক্ষা থেকে এসব অঞ্চলে শুরু করে আমরা করে দিচ্ছি সব ধরনের সুবিধা।
বিনিয়োগ যেন হয় দেশি-বিদেশি। কৃষি জমি যাতে আমাদের বেছে যায়। কাজ করে যাচ্ছি সেদিকে লক্ষ্য রেখেই।’ অ্যালামনাই থেকে পৃথিবীর সব দেশে তারা সহায়তা নেয় শেখ হাসিনা উল্লেখ করে বলেন, ‘তারা যদি টাকা দেয় একটা নভেল ফান্ড তৈরি করে, কীভাবে ব্যয় করা যায় বিশ্ববিদ্যালয় পরিচালনা ক্ষেত্রে সেই টাকাটা, যদি কাজ করা যায় সেভাবে চিন্তা করে, তাহলে খুব বেশি আমার মনে হয় হওয়ার কথা না অসুবিধা।’
অন্যান্য খবর>> শেখ হাসিনার নেতৃত্বে শৃঙ্খলমুক্ত হয়েছে গণতন্ত্র : কাদের
শেখ হাসিনা বলেন, ‘যে বিশ্ববিদ্যালয় বিভিন্ন অঞ্চলভিত্তিক করে দিয়েছি, সেখানে স্থানীয় যারা আছে জনপ্রতিনিধি, যারা আছেন ব্যবসায়ী সম্প্রদায়, একটু সম্পৃক্ত করে সবাইকে যদি রাখা যায়। সহযোগিতা তারা সেখানে করতে পারে। যদি একটা উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নেওয়া হয়, বিশ্ববিদ্যালয় চালানোর জন্য তাহলে আমার তৈরি করব আমি একটা ফান্ড। কিছু কাজ সেভাবে আমরা করব। বিশ্ববিদ্যালয় অনেকটাই সেটা করতে পারলে দাঁড়াতে পারে নিজের পায়ে।’
পুনরুত্থান/সালেম/সাকিব/এসআর
দৈনিক পুনরুত্থান / স্টাফ রিপোর্টার
আপনার মতামত লিখুন: