বরগুনায় রোডপাড়া শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের এডহক কমিটি গঠন

বরগুনা সদর উপজেলার রোডপাড়া শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের এডহক কমিটি গঠন করা হয়েছে।
বরগুনা জজ কোর্টের আইনজীবী আব্দুল ওয়াসী মতিনকে সভাপতি করে বরগুনার রোডপাড়া শহীদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের এডহক কমিটি ঘোষণা করা হয়েছে। তিনি বরগুনা সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ বরগুনা জেলা শাখার সাধারণ সম্পাদক।


৬ মাস মেয়াদী এ কমিটিতে শিক্ষক প্রতিনিধি হিসেবে আছেন জিয়াউল হক, অভিভাবক প্রতিনিধি মো. গোলাম ফারুক এবং সদস্য সচিব হিসেবে আছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. হারুন অর রশিদ। বরগুনা সদর উপজেলার ৩ নং ফুলঝুরি ইউনিয়নের রোডপাড়া শহীদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় ১৯৭২ সালে। গতকাল ৫ মার্চ বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড কতৃক এ কমিটি ঘোষণা করা হয়।
এবিষয়ে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. হারুন অর রশিদ বলেন, স্বাধীনতার পর পর সময়ে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানটির অনেক সুনাম রয়েছে। এখানকার প্রাক্তন শিক্ষার্থীরা রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত আছেন। আমরা নতুন সভাপতি হিসেবে এ্যাডভোকেট আব্দুল ওয়াসি মতিনকে পেয়ে আনন্দিত। তিনি উক্ত বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সার্থ রক্ষায় কাজ করবেন বলে আমরা আশাবাদি।
এডহক কমিটির সভাপতি এ্যাডভোকেট আব্দুল ওয়াসি মতিন বলেন, এটি পুরাতন ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান। আমি আমার সর্বোচ্চ শ্রম ও মেধা দিয়ে প্রতিষ্ঠানটির কল্যানে কাজ করে যাবো।
দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- বরগুনা
- রোডপাড়া
- এডহক কমিটি গঠন
এ সম্পর্কিত আরও পড়ুন

আপনার মতামত লিখুন: