• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

Advertise your products here

  1. জাতীয়

নিখোঁজের ১৪ দিন পর ট্রলার চালকের লাশ উদ্ধার, ভাতিজা সহ আটক ৬


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ১১ ফেরুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১:০৪ পিএম
নিখোঁজের ১৪ দিন পর ট্রলার চালকের লাশ উদ্ধার, ভাতিজা সহ আটক ৬

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় নিখোঁজের ১৪ দিন পর ট্রলার চালক মাহাবুবুল ইসলামের লাশ উদ্ধার করেছে পুলিশ। অপহরণের পর হত্যার ঘটনায় তার আপন ভাতিজা সহ ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।  

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে বাবুগঞ্জ উপজেলার সন্ধ্যা, সুগন্ধা ও আড়িয়াল খাঁ নদীর মোহনা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিহতের লাশ উদ্ধার করে। বাবুগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের জবানবন্দির ভিত্তিতে এ লাশ উদ্ধার করা হয়।  

নিহত মাহাবুবুল ইসলাম (৫০) বরিশালের উজিরপুর উপজেলার মুন্ডপাশা গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে বাবুগঞ্জের রাহুতকাঠী-শিকারপুর খেয়াঘাটের মাঝি হিসেবে ট্রলার চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। ৩১ জানুয়ারি রাত ১১টার দিকে কয়েকজন অজ্ঞাত দুর্বৃত্ত যাত্রীবেশে তার ট্রলারে ওঠে। পরে নদীর মাঝপথে গিয়ে তারা মাহাবুবুলকে মারধর করে এবং ট্রলারসহ অপহরণ করে নিয়ে যায়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।  

পরিবারের পক্ষ থেকে তার বড় ভাই জামাল ১ ফেব্রুয়ারি বাবুগঞ্জ থানায় একটি মামলা করেন। পুলিশ তদন্ত শুরু করে এবং গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর রাতে নিহতের আপন ভাতিজা সুজন হালদারসহ ছয়জনকে গ্রেফতার করে।  

গ্রেফতারকৃত সুজন, তার মামাতো ভাই রিয়াদ ও নাইম পুলিশের জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটার দিকে বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের মোল্লারহাট এলাকার তিন নদীর মোহনায় অভিযান চালিয়ে মাহাবুবুল ইসলামের লাশ উদ্ধার করা হয়।  

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, পূর্বশত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন