বেতাগীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক জেল হাজতে প্রেরণ

বরগুনার বেতাগীতে গৃহবধূ (৩০)কে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার (১০ মার্চ) সকাল ১০ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর রানীপুর গ্রামে এই ঘটনা ঘটে।


এই ঘটনার পরপরই গতকাল বিকেলে ভুক্তভোগী বেতাগী থানায় মামলা করেন। থানা পুলিশ ধর্ষক আব্দুর রহিম খান ওরফে ভুট্টো (৫০) গতকাল রাতে গ্রেপ্তার করে। থানা পুলিশ আজ মঙ্গলবার সকাল ১১ টায় তাকে বরগুনা জেল হাজতে প্রেরণ করেন।
থানা পুলিশ ও এলাকা সূত্রে জানা গেছে, বেতাগী সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর রানীপুর গ্রামের বাসিন্দা আব্দুর রহিম খান ওরফে ভুট্টো গত রবিবার ভুক্তভোগীর কাছে যেয়ে মোবাইল নম্বর সংগ্রহ করেন। গতকাল সোমবার সকাল ১০ টার দিকে গৃহবধূ'র বাড়িতে যায় এবং তাকে একা পেয়ে ধর্ষণ করেন। এই ঘটনার পরে ভুক্তভোগী গৃহবধূ বেতাগী থানায় মামলা করেন।
ভুক্তভোগী গৃহবধূ মোবাইলে ঘটনার সত্যতা শিকার করে বলেন,' গতকাল সকালে আমার বাড়িতে কেউ ছিলো না। বাড়িতে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে বেতাগী থানায় মামলা করি।
মামলার তদন্ত কর্মকর্তা মো. ফারুক হোসেন খান বলেন,' থানায় অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে ধর্ষককে গ্রেপ্তার করি।'
বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান মনির বলেন,' থানায় মামলা হয়েছে এবং পুলিশ ঘটনার সাথে জড়িত আব্দুর রহিম খান ওরফে ভুট্টোকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়া ধর্ষককারী যেই হোক না কেন, তাদের বিরুদ্ধে থানা পুলিশের কঠোর অবস্থানে রয়েছে।'


দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- বেতাগীত
- গৃহবধূ ধর্ষণ
- অভিযোগ
- জেল হাজত
এ সম্পর্কিত আরও পড়ুন

আপনার মতামত লিখুন: