• ঢাকা
  • বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

Advertise your products here

  1. জাতীয়

ইসলামিক দেশগুলোয় ১ মার্চ হতে পারে প্রথম রোজা


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ ফেরুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৮:০৯ পিএম
ইসলামিক দেশগুলোয় ১ মার্চ হতে পারে প্রথম রোজা

ইসলামিক দেশগুলোয় আগামী ১ মার্চ রমজানের মাসের প্রথমদিন, অর্থাৎ প্রথম রোজা হতে পারে বলে জানিয়েছে আন্তর্জাকি জ্যোতির্বিদ্যা কেন্দ্র।

আবুধাবিভিত্তিক এই সংস্থাটি বলেছে, আগামী ২৮ ফেব্রুয়ারি ইসলামিক বিশ্বে রমজানের চাঁদ দেখা যাবে। যদিও খালি চোখে চাঁদ দেখা সাপেক্ষে দেশগুলো পবিত্র রমজান মাস শুরুর ঘোষণা দেবে বলে উল্লেখ করেছে আন্তর্জাতিক জ্যোতিবির্দ্যা কেন্দ্র।

চাঁদ দেখা যাবে কোথায় কোথায়?

আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের চেয়ারম্যান মোহাম্মদ ওদেহ বলেছেন টেলিস্কোপের মাধ্যমে পশ্চিম এশিয়া, আফ্রিকার প্রায় সব অঞ্চল এবং ইউরোপের দক্ষিণাঞ্চলে রমজানের অর্ধচন্দ্র দেখা যাবে। অপরদিকে খালি চোখে আমেরিকার বৃহৎ অংশে পবিত্র এ মাসের চাঁদ দেখতে পারবেন সাধারণ মুসল্লিরা।

শুক্রবার ২৮ ফেব্রুয়ারি ইসলামিক দেশগুলোতে চাঁদ দেখতে পাওয়া ও রমজান শুরুর ঘোষণা নিয়ে মোহাম্মদ ওদেহ বলেছেন, “সব অঞ্চলে সূর্য অস্ত যাওয়ার পরও চাঁদ আকাশে দৃশ্যমান থাকার বিষয়টি বিবেচনা করে, প্রথা অনুযায়ী বেশিরভাগ ইসলামিক দেশ পরের দিন থেকে রমজান মাস শুরুর ঘোষণা দেবে।”

রমজান আরবি বর্ষপঞ্জিকার নবমতম মাস। এই মাসে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত বিশ্বের সব ধর্মপ্রাণ মুসল্লি সব ধরনের পানাহার থেকে বিরত থেকে রোজা রাখেন। এই মাসটায় ইবাদত-বন্দেগিও বাড়িয়ে দেন তারা। এদিকে উন্নত জ্যোতির্বিদ্যার কারণে এখন আগেই চাঁদ ওঠার ব্যাপারে তথ্য জানাতে পারেন জ্যোতির্বিদরা। তবে বেশিরভাগ দেশ এখনো রমজান মাস শুরুর ঘোষণা দিতে খালি চোখে চাঁদ দেখাকে প্রাধান্য দিয়ে থাকে।

দৈনিক পুনরুত্থান / বরগুনা জেলা প্রতিনিধি

এ সম্পর্কিত আরও পড়ুন