কলকাতায় নারী চিকিৎসককে ধর্ষণ-হত্যা, প্রতিবাদে সরব টালিউড
অন্যায়ের প্রতিবাদে পিছপা হন না টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। তিনি সংসদ সদস্য হওয়ার আগেও একাধিক ক্ষেত্রে প্রতিবাদ করেছেন অন্যায়ের। আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের পর তিনি সোচ্চার হোন।
রোববার (১১ আগস্ট) মিমি এক্স হ্যান্ডেলে লেখেন, ক্ষমার অযোগ্য এই অপরাধের কড়া শাস্তি চাই। এর আগে শুক্রবার রাত থেকে সামাজিক মাধ্যমে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়সহ অনেকে প্রতিবাদ জানান। সেই দলে শামিল হোন মিমিও।
তিনি লেখেন, আরজি করকাণ্ডে অপরাধীর এমন শাস্তি হওয়া উচিত, যাতে আবার এই ধরনের জঘন্য অপরাধের কথা ভাবলেই ভয়ে মেরুদণ্ড কেঁপে ওঠে। এই নারকীয় ঘটনার জন্য কেউ সন্তানহারা হলেন। কারও স্বপ্ন অকালে ঝরে গেল। কোনও পরিবার অপূরণীয় ক্ষতির মুখোমুখি হলো। নিহতের উদ্দেশে তিনি আরও লেখেন, বিষয়টি ক্ষমার অযোগ্য, তোমার পাশে আছি।
শনিবার একইভাবে ঋতুপর্ণা সেনগুপ্ত লেখেন, আর কত আঘাত পাবে পরিবারগুলো? কলেজ, হাসপাতাল কোথাও কি নিরাপত্তা নেই? এভাবে মৃত্যু? কেন? কী এর ব্যাখ্যা? হতাশ আমরা। এত অন্যায় কেন? নিষ্পাপ মেয়েটি আর ফিরবে না। কী দোষ ছিল মেয়েটির? একজন চিকিৎসককে হারালাম।
সৃজিত লেখেন, আমার শহর কুণ্ঠিত বড়, ক্ষমা করো তুমি মেয়ে; পুরুষ বলেই গাইছি এ গান, শুধু মার্জনা চেয়ে। স্বস্তিকা লেখেন, ভাষা নেই নিন্দার। এই দোষীদের সাজা হোক। মেয়েটা ভুল সময়ে, ভুল জায়গায় ছিল বলে তার দিকে আঙুল তুলব না। তারপরই তার প্রশ্ন, একটা হাসপাতালেও মেয়েরা নিরাপদ নয়? যাব কোথায়?
দৈনিক পুনরুত্থান / নিজস্ব প্রতিবেদক
আপনার মতামত লিখুন: