যে কারণে আফরান নিশো কমালেন ১২ কেজি ওজন

টেলিফিল্ম, নাটক কিংবা ওয়েব সিরিজ- একের পর এক সবক্ষেত্রেই চমক দেখানো অভিনেতা আফরান নিশো। ইউটিউবে মিলিয়ন মিলিয়ন ভিউ তার কাজ মানেই।


তবে ছোট পর্দায় পাওয়া আজকাল আগের মতো যাচ্ছে না নিশোকে। নজর দিয়েছেন তিনি এখন ওটিটির দিকে। নাম বড় পর্দায়ও লেখাতে যাচ্ছেন। অনিয়মিত নিশো বছর খানেক ধরে নাটকে। শুটিং করেননি কোনো নাটকের গত ছয় মাস ধরে। ১২-১৩ কেজি ওজন এই ছয় মাসে এই অভিনেতা কমিয়েছেন।
আরও পড়ুন>> মেহজাবীনের ফেসবুক পোস্ট ঘিরে রহস্য!
শরীরের অতিরিক্ত মেদ ঝরিয়ে ফেলেছেন। নিশোর প্রথম সিনেমার কিছুদিন আগেই এসেছে ঘোষণা। ‘সুড়ঙ্গ’ যেটির নাম। রায়হান রাফী নির্মাণ করছেন। অভিনয় করবেন এতে নিশোর বিপরীতে তমা মির্জা। ওটিটি প্ল্যাটফর্ম চরকি প্রযোজনা করছে। সিনেমাটির শুটিং আগামী মার্চে শুরু হবে। এই সিনেমার জন্যই তবে কী কমালেন নিশো এত ওজন?
মজার ছলেই অভিনেতা দিলেন উত্তর। বললেন, ‘শুধু সিনেমার জন্য নয়, নিজের জন্য ওজন কমিয়েছি, সিনেমার জন্যও এবং পরিবারের জন্য।’ উল্লেখ্য, চলতি বছর সিনেমার পাশাপাশি ওটিটির কাজে থাকবেন নিশো বেশ ব্যস্ত। আলোচিত সিরিজ কাইজার-এর দ্বিতীয় পর্ব, ‘আ কমন ম্যান’ এবং ‘কাইজার লেভেল টু’ তিনি করবেন। আরও কিছু যুক্ত হবেন কাজের সঙ্গে।


পুনরুত্থান/সালেম/সাকিব/এসআর
দৈনিক পুনরুত্থান / স্টাফ রিপোর্টার
- বিষয়:
- আফরান নিশো
- টিভি নাটক
- ওয়েব সিরিজ
এ সম্পর্কিত আরও পড়ুন

আপনার মতামত লিখুন: