৪ লাশ নিয়ে শহীদ মিনারে আন্দোলনকারীরা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সর্বাত্মক অসহযোগ কর্মসূচি চলাকালে সংঘাতে নিহত চার জনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বের করে কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে যাওয়া হয়।
আজ সন্ধ্যা ছয়টার দিকে তাদের মরদেহ নিয়ে মিছিল করে শাহবাগের দিকে যান আন্দোলনকারীরা।
রোববার (৪ জুলাই) বিকেল সোয়া ৬টায় আন্দোলনকারীরা শহীদ মিনার থেকে শাহবাগের দিকে স্লোগান দিয়ে যেতে থাকেন। প্রত্যক্ষদর্শীরা জানান, কেন্দ্রীয় শহীদ মিনারে মরদেহগুলো রাখার পর স্লোগান দিতে থাকেন কয়েকশ আন্দোলনকারী।
আমার ভাই মরল কেন? খুনি হাসিনা জবাব দে’, ছি ছি হাসিনা, লজ্জায় বাঁচি না’, এ’ক দফা এক দাবি, শেখ হাসিনার পদত্যাগ’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন। নিহতদের দুজনের নাম জানা গেছে। একজন রাজধানীর হাবিবুল্লাহ বাহার ডিগ্রি কলেজের শিক্ষার্থী আব্দুল্লাহ সিদ্দিকী (২৩)। অপরজনের নাম তৌহিদুল।
দৈনিক পুনরুত্থান / নিজস্ব প্রতিবেদক
- বিষয়:
- শহীদ মিনার
- সরকার পতন আন্দোলন
আপনার মতামত লিখুন: