• ঢাকা
  • শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

Advertise your products here

  1. জাতীয়

অনৈতিক কাজে বাঁধা দেওয়ায় গাছের সাথে বেঁধে নির্যাতন প্রতিবাদে সর্বস্তরের জনগণের মানববন্ধন


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ০২ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৯:৩৫ পিএম
অনৈতিক কাজে বাঁধা দেওয়ায় গাছের সাথে বেঁধে নির্যাতন প্রতিবাদে সর্বস্তরের জনগণের মানববন্ধন

বরগুনার বেতাগীতে দৈনিক যুগান্তর বেতাগী উপজেলা প্রতিনিধি শফিকুল ইসলাম ইরানের অনৈতিক কাজে বাঁধা দেওয়ায় মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে শিশির সিকদার (২০) নামে এক যুবকের ওপর । নির্যাতনের প্রতিবাদে বেতাগী সচেতন নাগরিক বৃন্দ বুধবার দুপুরে (২ এপ্রিল) পৌর শহরের বিষখালী চত্ত্বরে মানববন্ধন করেন। এঘটনায় ভুক্তভোগী শিশিরের বোন শ্রাবণী হক বেলী শফিকুল ইসলাম ইরানের বিরুদ্ধে বেতাগী থানায় মামলা দায়ের করেন।

মানববন্ধনে বক্তাদের বক্তব্যের মাধ্যমে জানা গেল, বেতাগী গার্লস স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক সৈয়দা মনিকা আক্তারের সাথে দীর্ঘদিন অনৈতিক কাজ করতো। গত মঙ্গলবার বিকেলে পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের সহকারি শিক্ষক মনিকা আক্তার বাসায় অনৈতিক অবস্থায় দেখতে পায় একই এলাকার নুরুল হকের ছেলে শিশির সিকদার। এসময় শিশির সিকদার বাঁধা দেয়। শিশির বাঁধা দিলে শফিকুল ইসলাম ইরান ও তার দোসরা মিলে গাছের সাথে বেঁধে নির্যাতন করেন।
নির্যাতনের পর স্থানীয় জনসাধারণ শিশিরকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।


নির্যাতনের প্রতিবাদে বেতাগী পৌর শহরে এলাকাবাসী বুধবার দুপুরে শফিকুল ইসলাম ইরানের বিরুদ্ধে মানববন্ধন করেন। মানবন্ধনে বক্তব্য রাখেন, বেতাগী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি মো: শাহজাহান কবির, উপজেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক ও সাপ্তাহিক বিষখালী পত্রিকার সম্পাদক আব্দুস সালাম সিদ্দিকী, উপজেলা জামায়েত ইসলামে সেক্রেটারি প্রভাষক শাহাদাত হোসেন মুন্না, উপজেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম খান নেছার, সাবেক কাউন্সিলর দৈনিক কালবেলা উপজেলা প্রতিনিধি মেহেদী হাসান কোয়েল সিকদার, সাবেক কাউন্সলির মেরী বেগম, ও ভুক্তভোগীর বোন শ্রাবণী হক বেলী।

 মানববন্ধন সাবেক কাউন্সিলর মেরী বেগম বলেন, ইরান যুগান্তর পত্রিকার পরিচয় দিয়ে আওয়ামী লীগের শাসনামলে বিভিন্নস্থানে চাঁদাবাজী করতো, চাঁদা না পেলে তার বিরুদ্ধে নিউজ করতো। উপজেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক রেজাউল করিম খান নেছার বলেন,' ইরান যুগান্তর পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে উপজেলা প্রশাসনের ত্রানের টিন চুরি করেছে এবং চাঁদাবাজি করেছে। 

উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো: শাহজাহান কবির বলেন,' আওয়ামী লীগের শাসনামলে ইরান আওয়ামী লীগের দোসর হিসেবে কাজ করতো, চাঁদাবাজিসহ সকল ধরণের অপকর্মের সাথে যুক্ত। তাকে গ্রেফতার ও বিচারের দাবী জানাচ্ছি।

মানববন্ধনশেষে ভুক্তভোগী শিশিরের বোন শ্রাবণী হক বেলী অভিযুক্ত শফিকুল ইসলাম ইরানসহ ঘটনার সাথে তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এবিষয় বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুজ্জামান মনির বলেন,' তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন