ডাল-তেল ২৭৪ কোটি টাকার কেনা হচ্ছে টিসিবির জন্য

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ৮ হাজার মেট্রিক টন ডাল এবং ১০ লাখ মেট্রিক টন সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত সরকার নিয়েছে।যার জন্য এতে খরচ হবে প্রায় ২৭৪ কোটি ১৬ লাখ ৯৬,৮০০ টাকা।


সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এই তেল ও ডাল কেনার অনুমোদন দিয়েছে। ১ কোটি ১০ লাখ লিটার তেল। সে হিসেবে সরকার ১৮২ টাকা দরে কিনছে প্রতি লিটার সয়াবিন তেল। ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) এর অনুমোদন দেওয়া হয়।
আরও পড়ুন>> বাংলাবান্ধা সীমান্ত দিয়ে নেপাল থেকে সুতা আসবে বাংলাদেশে
সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা এর আগে গত ২৯ ডিসেম্বর কমিটির সভায় সয়াবিন তেল দুই কোটি ৯ লাখ লিটার চূড়ান্ত হয় কেনার বিষয়। ৩৩৪ কোটি ৩৯ লাখ ২৩ হাজার টাকা সেখানে খরচ হয়। অর্থাৎ প্রতি লিটারের ১৮৪ টাকা ৫০ পয়সা দাম পড়েছিল। এবার লিটার প্রতি সে হিসেবে আড়াই টাকা কমে সরকার সয়াবিন তেল কিনছে।
একজন ক্রেতা এক দফায় তবে ফ্যামিলি কার্ডের আওতায় দুই লিটার সয়াবিন তেল পারছেন কিনতে। লিটার প্রতি সেক্ষেত্রে ক্রেতাকে ১১০ টাকা গুনতে হচ্ছে। অর্থাৎ সরকারের ভর্তুকি লিটার প্রতি ৭২ টাকা। এক কোটি ১০ লাখ লিটার তেলে সরকারকে মন্ত্রিসভায় ক্রয় অনুমোদন পাওয়া ৭৯ কোটি ২০ লাখ টাকা ভর্তুকি দিতে হবে।


পুনরুত্থান/সালেম/সাকিব/এসআর
দৈনিক পুনরুত্থান / স্টাফ রিপোর্টার
এ সম্পর্কিত আরও পড়ুন

আপনার মতামত লিখুন: