• ঢাকা
  • শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১

Advertise your products here

  1. সারাদেশ

সাবেক ইউপি সদস্য মিঠু ডি.কস্তার স্ত্রী রুবি মধু ক্রেডিট ইউনিয়ন থেকে হাতিয়েছেন লক্ষ লক্ষ টাকা


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১:০১ এএম
সাবেক ইউপি সদস্য মিঠু ডি.কস্তার স্ত্রী রুবি মধু ক্রেডিট ইউনিয়ন থেকে হাতিয়েছেন লক্ষ লক্ষ টাকা

বাকেরগঞ্জ উপজেলার ১৩ নং পাদ্রীশিবপুর একটি সমাজ সেবামূলক ক্রেডিট ইউনিয়নকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সাবেক ইউপি সদস্য মিডু ডি.কস্তার স্ত্রী রুবী মধু লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।

সূত্র আরো জানায় যায় যে,পাদ্রীশিবপুর ইউনিয়নের সাবেক দুর্নীতিবাজ ব্যবস্থাপক এবং উক্ত ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের প্রভাবশালী সাবেক ইউপি সদস্য মিঠু ডি.কস্তা ইউপি সদস্য থাকাকালীন তার স্বামীর অবৈধ প্রভাব খাটিয়ে স্ত্রী রুবী মধু ব্যবস্থাপক পদে থাকিয়া পাদ্রীশিবপুর ক্রেডিট ইউনিয়নের বিভিন্ন প্রতারণার মাধ্যমে ৯,০৬,২৬২.০০(৯ লক্ষ ৯ হাজার দুই শত বাষাট্রি)টাকা নিজ নামে আত্মসাৎ করিয়াছেন বলে উক্ত ক্রেডিট ইউনিয়নের নোটিশ সূত্রে জানা যায়।

এ বিষয়ে উক্ত ক্রেডিট ইউনিয়নের সভাপতি মোঃ জামাল উদ্দিন আহম্মেদের স্বাক্ষরিত ২০২৩ সালের গত ৫ নভেম্বর পাদ্রীশিবপুর ক্রেডিট ইউনিয়নের একটি দাপ্তরিক প্যাডে যাহার স্মারক নং-পি.সি.ইউ ১৯/২০২৩ এ উক্ত টাকা পরিশোধের জন্য সর্বশেষ গত ইং ২০২৩ সালের আগস্ট মাসের ২০ তারিখে মধ্যে কারণ দর্শানোর নোটিশ প্রদান করিলে তিনি উক্ত নোটিশের তোয়াক্কা না করে আইনি বেআইনি বহির্ভূতভাবে উক্ত নোটিশের কোন প্রকারের জবাব প্রদান না করে বিভিন্ন অবৈধ পন্থা অবলম্বন করে উল্লেখিত টাকা পরিশোধ না করে লক্ষে বিভিন্ন ছলচাতুরি এবং প্রতারণার আশ্রয় নেন বলে উক্ত ক্রেডিট ইউনিয়নের কর্তৃপক্ষ অভিযোগ করে জানান।

উল্লেখিত স্মারকের নোটিশে বিগত ইং ২০২৩ সালের আগস্ট মাসের গত ০৪ তারিখের ডিরেক্টর বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক তাকে উক্ত ব্যবস্থাপক পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয় বলেও উক্ত নোটিশে উল্লেখ করা হয়।এবং উল্লেখিত নোটিশে আরো উল্লেখ করেন যে,রুবী মধু উক্ত নোটিশ প্রাপ্ত হয়েও উক্ত ক্রেডিট ইউনিয়নের তসরুপকৃত টাকা পরিশোধ না করার কারণে গত ইং ২০২৩ সালের অক্টোবর মাসের ৩০ তারিখে ডিরেক্টর বোর্ডের সর্ব সম্মত সিদ্ধান্ত মোতাবেক উল্লেখিত টাকা পরিশোধের করার জন্য বার,বার তাগিদ দেওয়া সত্বেও তিনি তা তোয়াক্কা না করার কারনে তাকে উক্ত শাখা ব্যবস্থাপক পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেন ক্রেডিট ইউনিয়নের কর্তৃপক্ষ।

এ বিষয়ে জানতে চাইলে উক্ত ক্রেডিট ইউনিয়নের সভাপতি এবং বিশিষ্ট সমাজসেবক সাবেক সিনিয়র শিক্ষক মোঃ জামাল উদ্দিন জানান,তাকে নোটিশ প্রদান করা সত্ত্বেও তিনি তার তছরুপকৃত টাকা পরিশোধ না করার কারনে উক্ত টাকা আদায়ের জন্য অচিরেই বিজ্ঞ আদালতে আইনগত ব্যবস্থা নিবেন বলে জানান।তিনি আরো জানান,উক্ত ক্রেডিট ইউনিয়নে ব্যবস্থাপক পদে থাকাকালীন বিভিন্ন উপায়ে উৎকোচের মাধ্যমে নিয়ম বহির্ভূতভাবে বিভিন্ন সদস্যদেরকে ঋণ প্রদান করেন।

উল্লেখিত বিষয় উক্ত ক্রেডিট ইউনিয়নের নাম প্রকাশ করার না শর্তে একাধিক সদস্যগণ উক্ত বিষয়ের সত্যতা স্বীকার করে বলেন,তিনি অত্র ক্রেডিট ইউনিয়নে ব্যবস্থাপক পদে চাকুরীরত অবস্থায় অত্র ক্রেডিট ইউনিয়নের নিয়ম নীতির বহির্ভূত উক্ত ক্রেডিট ইউনিয়নের সদস্য নন বলে এমন বিভিন্ন লোকদের নিকট হইতে উৎকোচের বিনিময়ে ঋণ প্রদান করেছেন বলে জানান।অপরদিকে উক্ত ক্রেডিট ইউনিয়ন সহ নাম প্রকাশ না করার শর্তে উক্ত এলাকার বিভিন্ন লোক মারফত এই বলিয়া বেড়াইতেছেন যে, আমি রুবী মধু আমার নিকট হইতে টাকা আদায় করার পাদ্রীশিবপুর ক্রেডিট ইউনিয়ন তো দূরের কথা এমন কোন ব্যক্তি নেই যে আমার নিকট হইতে টাকা আদায় করবে।

অন্যদিকে নাম প্রকাশ করার না শর্তে রুবী মধুর এক ঘনিষ্ঠ আত্মীয় জানান,তাহার সাথে নাকি বিভিন্ন রাজনৈতিক দলের নেতা সহ এমনকি প্রশাসনের বিভিন্ন সাথে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে সুসম্পর্ক এবং তাদের নিকট নিয়মিত যাতায়াত থাকার কারণে তাহান নিজ এলাকার কাউকে কোন কাজে লাগবে না বলে জানান।তাই তিনি যত বড়ই অপরাধ করুক না কেন তাহাকে কিছু বলার ক্ষমতা নেই বলে তিনি তার ওই ঘনিষ্ঠ আত্মীয়কে এক পর্যায়ে হুমকি দিয়ে জানান।

দৈনিক পুনরুত্থান / নিজস্ব প্রতিবেদক

এ সম্পর্কিত আরও পড়ুন