কলাপাড়ায় জাতীয়তাবাদী যুব দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রী মেডিকেল ক্যাম্প
দৈনিক পুনরুত্থান ;
প্রকাশিত: রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৮:২৯ পিএম
পটুয়াখালীর কলাপাড়ায় তিন শতাধিক গরীব ও দু:স্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরন করা হয়েছে। রবিবার বেলা ১১ টায় নতুন বাজারস্থ বিএনপির দলীয় কার্যালয় জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও কেক কাটার পরিবর্তে ব্যতিক্রমী এ আয়োজন করেন কলাপাড়া উপজেলা যুবদল ও পৌর যুবদল।
এদিন মা ও শিশু চিকিৎসা, মেডিসিন সেবা, বাত ব্যথা ডায়াবেটিক, পেইনের চিকিৎসা প্রদান করা হয়।
এ ক্যাম্পে তিন শতাধিক গরীব ও দু:স্থ মানুষকে স্বাস্থ্যসেবা ও বিভিন্ন ওষুধ প্রদান করা হয়।
মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্যসেবা প্রদান করেন, বাংলাদেশ মেডিকেল কলেজ ঢাকা, প্রাক্তন এইচ এম ও, কলাপাড়া ডক্টর কেয়ার ডায়গনিক সেন্টার এর অভিজ্ঞ চিকিৎসক ডা: রাইফুল ইসলাম রিফাত।বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে আনন্দ প্রকাশ করেছেন সাধারণ মানুষ।
এ সময় উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ"ফ্রী মেডিকেল ক্যাম্প" উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি ফারুক গাজী, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুন অর রশিদ, যুগ্ম আহ্বায়ক মজিবর ফকির, জুয়েল শিকদার, মামুন শিকদার, সজল বিশ্বাস, পৌর যুবদলের আহ্বায়ক কামরুজ্জামান কাজল তালুকদার,যুগ্ম আহবায়ক নাসির উদ্দিন রতনসহ উপজেলা বিএনপির সহযোগী নেতা কর্মীরা।
উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন শিকদার প্রধান অতিথির বক্তব্যে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশক্রমে আনন্দ মিছিল ও কেক কাটার পরিবর্তে আমরা মানুষের সেবায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছি। আমাদের দলের পক্ষ থেকে এই সেবামূলক কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এদিকে কুয়াকাটা পৌর যুবদলের সভাপতি সৈয়দ মোহাম্মদ ফারুক এর সভাপতিত্বে আয়োজিত ফ্রী মেডিকেল ক্যাম্প উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি জসিম উদ্দিন বাবুল। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সহ সভাপতি এম এ মান্নান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সোহেল, পৌর বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর আশ্রাফ সিকদার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সাধারণত সম্পাদক ও পৌর যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন।দৈনিক পুনরুত্থান / নিজস্ব প্রতিবেদক
আপনার মতামত লিখুন: