শেরপুরে সফল ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের শতাধিক অসহায়, দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ খানপুর সফল ক্লাব।
সোমবার (১৬ ডিসেম্বর ) সকালে উপজেলার খানপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়। কম্বল বিতরণের মধ্য দিয়ে ‘মানবতার সেবায় ঐক্যবদ্ধ’ শ্লোগানকে সামনে রেখে 'খানপুর সফল ক্লাব নামের এ স্বেচ্ছাসেবী সংগঠনটি ২০০৪ সালে আত্মপ্রকাশ ঘটে। সেই থেকে ২০ বছর যাবৎ ইউনিয়নের অসহায়, দুস্থদের মাঝে সেবা দিয়ে যাচ্ছে।
খানপুর সফল ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মোমিনের সঞ্চলনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, খানপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইসমাইল হোসেন, সহকারী শিক্ষক মোঃ তাইজুল ইসলাম,খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম জাহাঙ্গীর আলম তোতা, সিনিয়র সহকারী শিক্ষিকা মোছাঃ লাভলী ইয়াসমিন, খানপুর সফল ক্লাবের সাবেক সভাপতি মোঃ আব্দুর রশিদ।
উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে খানপুর সফল ক্লাবের সভাপতি মোঃ শরিফ উদ্দিন তার বক্তব্যে বলেন, যেকোনো সংগঠন টিকে থাকে সততা, ভ্রাতৃত্ববোধ ও বন্ধুত্বের মেলবন্ধনের মাধ্যমে। তাই মহৎ এই উদ্যোগ দীর্ঘদিন সফলতার সঙ্গে পরিচালনার জন্য এ তিন বিষয় মাথায় রাখতে হবে। একইসঙ্গে যুবকদের নিয়ে গঠিত এ সংগঠনকে আরও বেগবান করতে সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এসময় আরও উপস্থিত ছিলেন, খানপুর সফল ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ রঞ্জু আকন্দ, কার্যকরী সদস্য, মোঃ জাহাঙ্গীর আলম, মুন্না ইসলাম সাগর, আলমগীর, ফয়সাল, সাগর, মিজানুর, হৃদয় প্রমুখ।
দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- শেরপুর
- কম্বল বিতরণ
আপনার মতামত লিখুন: