• ঢাকা
  • রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১

Advertise your products here

  1. বিনোদন

শিক্ষার্থীদের ওপর হামলা, ৩দিন পর ঘুম ভাঙলো মেহজাবীনের


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৩:৪৯ পিএম
শিক্ষার্থীদের ওপর হামলা, ৩দিন পর ঘুম ভাঙলো মেহজাবীনের

কোটা সংস্কার আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগ। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় বইছে। হামলাকারীদের শাস্তিসহ শিক্ষার্থীদের নিরাপত্তার দাবি জানিয়েছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

হামলায় আক্রান্ত শিক্ষার্থীদের ছবি-ভিডিও মুহূর্তের মধ্যেই ঝড় তোলে ইন্টারনেট দুনিয়ায়। ছাত্র-ছাত্রীদের উপর হামলার প্রতিবাদে সরব হন তারকারাও। কাপুরুষোচিত এই হামলার নিন্দা জানান তারা। চলমান এই ইস্যুতে বেশ সরব দেশের শোবিজ অঙ্গন। তবে বিশকিছু তারকাদের দেখা গেছে তারা নিশ্চুপ থাকার পরে হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিচ্ছে। 

এদিকে মেহজাবীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছেন। যেটাকে ঘিরে ভক্ত-অনুরাগীরা ক্ষোভ প্রকাশ করেছেন। পোস্টের শেষাংশে এ অভিনেত্রী ভাষ্য, ‘ছাত্ররা আগামী দিনের ভবিষ্যৎ। দমিয়ে না রেখে তাদের যৌক্তিক দাবিতে সমর্থন দেয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও সর্বোচ্চ আদালতের কাছে আমি মেহজাবীন চৌধুরী আকুল আবেদন করছি। আমার বিশ্বাস, আমরা নিরাশ হবো না।’

এ অভিনেত্রীর পোস্টের কমেন্ট বক্সে সাদিয়া তাসনিম সাবা নামে একজন লিখেছেন, ‘থাক আপা এতোদিন এতো কিছু হয়ে গেলো।।আপনি কই ছিলেন? আপনি তো বাংলাদেশের সর্বোচ্চ ফলোয়ারধারী সেলিব্রিটি। আমরা মরতেছি। আপনি ঘুমাচ্ছেন? আপনার অভিনয় ভালো লাগতো। কিন্তু এতোটা পারদর্শী জানা ছিল না।’ মেহদি হাসান নামে আরেকজনের ভাষ্য, ‘আপনি এতদিন কোথায় ছিলেন? ঘুম ভাঙতে এত দেরি হলো কেন? আরেকটু ঘুমিয়ে নিতেন।’

শাহরিয়ার শিয়াম লিখেছেন, ‘কীসের সরকারকে সাহায্য করবো। আজকের এই পরিস্থিতির জন্য সরকার দায়ী। এই সরকারকে কখনোই মানব না, পদত্যাগ চাই।’ সিমা আক্তার মিমের ভাষ্য, ‘কেউ তাদের পোস্ট পড়বেন না। এতোদিন তারা কোথায় ছিল?? দেশপ্রেম কই ছিল? আজ আসছে প্রেম দেখাতে। বয়কট সব সেলিব্রিটি।’

উল্লেখ্য, গত রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা প্রসঙ্গে কথা বলার সময় মন্তব্য করেন ‘মুক্তিযুদ্ধ নিয়ে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধার নাতিপুতিরা কিছুই পাবে না, রাজাকারের নাতিপুতিরা সব পাবে?’ প্রধানমন্ত্রীর এ মন্তব্যে ক্ষিপ্ত হন কোটা সংস্কার আন্দোলনকারীরা। তারা ধরে নিয়েছেন ‘রাজাকারের নাতিপুতি’ তাদেরকেই বলা হয়েছে। তাই প্রধানমন্ত্রীর মন্তব্য প্রত্যাহারের দাবিতে এবং কোটা সংস্কারের এক দফা দাবিতে রোববার মধ্যরাত থেকেই আন্দোলনে নামেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

সেই আন্দোলন এখনো চলছে। বুধবারও ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী ঢাকাসহ ৬ জেলায় মঙ্গলবার সন্ধ্যা থেকে বিজিবি মোতায়েন করা হয়েছে।

দৈনিক পুনরুত্থান / নিজস্ব প্রতিবেদক

এ সম্পর্কিত আরও পড়ুন