• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১

Advertise your products here

  1. বিনোদন

লোকার্নো উৎসবে গান গেয়ে মাতালেন শাহরুখ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ১৩ আগষ্ট, ২০২৪ খ্রিস্টাব্দ, ০১:২৫ পিএম
লোকার্নো উৎসবে গান গেয়ে মাতালেন শাহরুখ

সুইজারল্যান্ডে আসর জমেছিল ৭৭তম লোকার্নো চলচ্চিত্র উৎসবের। সিনেমার মর্যাদাপূর্ণ এই আসরে ভারতের চলচ্চিত্রে অনস্বীকার্য অবদানের জন্য উপস্থিত ছিলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। পেয়েছেন মর্যাদাপূর্ণ সম্মাননাও। এরই মধ্যে সেখানে এক চমক দেখালেন তিনি, মন জয় করে নিলেন ভক্তদের।

স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় পিয়াজা গ্র্যান্ডে আট হাজার মানুষের উপস্থিতিতে ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ সম্মাননা হাতে পান বলিউড কিং। এদিন শাহরুখ কালো শার্টের সঙ্গে ম্যাচিং জ্যাকেট ও ট্রাউজার পরে হাজির হয়েছিলেন।

কিং খান বারবরের মতো এবারেও নিজের চার্মিং পার্সোনালিটি দিয়ে উপস্থিত সকলকে বশ করে নেন। উৎসবের বেশ কয়েকটি দৃশ্য ভাইরাল অনলাইনে। যাতে দেখা যাচ্ছে, সেখানে উপস্থিত সকল রীতিমতো কিং খানকে সামনে দেখতে পেয়ে হারিয়ে গেছেন। লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে একগুচ্ছ ছবি আর ভিডিও জোয়ার তোলে শাহরুখ ভক্তদের মনে।

এক ভিডিওটিতে দেখা যায়, মঞ্চে দাঁড়িয়ে শাহরুখ। সামনে বিপুল সংখ্যক জনতা। সকলের সঙ্গে হেসে কথা বলছেন কিং খান। সে মুহূর্তে, দর্শকরা সকলে মিলে 'কুছ কুছ হোতা হ্যায়' গাইতে শুরু করেন। শাহরুখও তাতে গলা মেলান। এ সময় উপস্থিত সকলের উত্তেজনা আরও কয়েকগুণ বেড়ে যায়। সুপারস্টার কোরাসে তার কণ্ঠ যুক্ত করার সঙ্গে সঙ্গে জনতা উল্লাসে ফেটে পড়ে; স্মরণীয় করে তোলে পুরো মুহূর্ত।

উল্লেখ্য, লোকার্নো চলচ্চিত্র উৎসবে আরও প্রদর্শিত হয়েছে ২০০২ সালে নির্মিত কিং খানের হিট সিনেমা ‘দেবদাস’। পরিচালক সঞ্জয় লীলা বানসালির ২০০২ সালের হিট সিনেমা এটি। যেখানে মুখ্য চরিত্রে দেখা যায় শাহরুখ খানকে।

দৈনিক পুনরুত্থান / নিজস্ব প্রতিবেদক

এ সম্পর্কিত আরও পড়ুন