• ঢাকা
  • শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

Advertise your products here

  1. জাতীয়

ভাটারায় সাউথ পয়েন্ট এর অন্তরালে ভূমিদস্যু আতিক রাজের শত কোটি টাকার সাম্রাজ্যে!


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ০২ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৪:৫৭ পিএম
ভাটারায় সাউথ পয়েন্ট এর অন্তরালে ভূমিদস্যু আতিক রাজের শত কোটি টাকার সাম্রাজ্যে!

রাজধানীর ভাটারায় ভূমিদস্যু গ্রুপ সাউথ পয়েন্ট এর সেকেন্ড-ইন-কমান্ড আতিক রাজের বিরুদ্ধে শত কোটি টাকার সাম্রাজ্যে। ক্ষমতার অপব্যবহার করে অন্যের জমি জোরপূর্বক দখল করে নেওয়া সাউথ পয়েন্ট এর পালিত অস্ত্রধারী সন্ত্রাসী আতিক রাজসহ কয়েকজনের বিরুদ্ধে ভাটারা থানায় সাধারণ ডায়েরী করেছেন নয়া নগর এলাকার একজন ভূক্তভোগী।

গ্রুপটির ভূমি দখলবাজির ভয়াল থাবায় পড়ে জমি হারানো মালিকগণ ধীরে ধীরে তাদের সম্পদ দখলমুক্ত করতে মুখ খুলতে শুরু করেছে। ভূক্তভোগীদের অস্ত্রের মুখে জিম্মি করে নানা কায়দায় তাদের ভূমি দখল করে নিতো চক্রটি। এভাবে অন্যের জমি দখল করে শত কোটি টাকার মালিক বনে গেছেন চক্রের প্রধান নেতা আতিক রাজ এমনটাই বলছে এলাকাবাসী। ছাত্র -জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতন ও সাবেক প্রধানমন্ত্রী দেশত্যাগ করলে আত্মগোপনে চলে যায় এই অস্ত্রবাজ ভূমিদস্যু গ্রুপ সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ এর পালিত ক্যাডার।

তবে এলাকাবাসী বলছে নানা রকম প্রভাব প্রয়োগ করে অন্যের জমি হাতিয়ে নেওয়া উত্তর বারিধারা জে ব্লকে অবস্থিত সাউথ পয়েন্ট এর স্কুল ভবনের কোন এক গোপন কক্ষে আত্মগোপন করে আছে এই ভূমিদস্যু। দলীয় ক্ষমতার প্রভাব বিস্তার করা আতিক রাজ বাহিনীর ভয়ে দীর্ঘ সময় নিশ্চুপ থাকা ক্ষতিগ্রস্ত জমির মালিকরা এখন তাঁদের অতীত কর্মকান্ডের ঘটনায় ফুঁসে উঠেছে। এই বাহিনীর জিম্মি দশায় পড়ে জমি হারানো ভূক্তভোগীরা তাদের সম্পদ উদ্ধারে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে। অস্ত্রবাজ বাহিনীর নেপথ্যের আড়ালে থাকা ভূমিবাজ কান্ডের সঙ্গে জড়িত অনেক ব্যক্তিদের নাম বেরিয়ে আসতে শুরু করেছে ইতিমধ্যে।

দখলবাজ চক্রের অন্যতম সদস্য মোবারক নামে এক মাস্টার মাইন্ড এর নাম প্রকাশ্যে এসেছে। সাউথ পয়েন্ট এর নজরে পড়া জমিদাতাদের এই মোবারক বিভিন্ন ভাবে জমি ছেড়ে দেওয়ার প্রস্তাবের কাজ করতো যদি তারা জমি ছাড়তে অস্বীকার করতো তখনই সেই জমি জবর দখলের পরিকল্পনা করতো মোবারক। তার অন্যতম কাজ ছিলো উক্ত এলাকায় ভূমি মালিকদের দূর্বল বিষয়গুলো খুঁজে বের করা। সহজ সরল ব্যাক্তি এলাকয় প্রভাব প্রতিপত্তি নেই এমন লোকজনের উপর টার্গেট করে তাদের জমি গ্রাস করতে চক্রান্ত করতো সাউথ পয়েন্টের ভূমিদস্যু গ্রুপটি। তাদের এমন নৈরাজ্যে অসংখ্য মানুষ নিজেদের শেষ সম্বল হারাতে বাধ্য হয়েছে।

বর্তমান দেশে শৈরসাশনের অবশাসন হয়েছে ঠিক কিন্তু এমন দোসরদের এখনো আইনের কাঠগড়ায় দাঁড় করানো সম্ভব হয়নি। সহায় সম্ভলহীন নিঃস্ব মানুষজন তাদের সম্পদ হারানো দখলবাজ চক্রের দোসর আতিক রাজের গ্রেফতার দাবি করছে। তারা বলেন, সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজে অভিযান পরিচালনা করলে ভূমিদস্যু আতিক রাজকে সেখানে পাওয়ার শতভাগ সম্ভাবনা রয়েছে। সে এখনো অন্য কোথায়ও যেতে পারেনি। তাকে আটক করে আইন আওতায় এনে ভূক্তভোগীদের জমি উদ্ধারে অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি সহায়তা কামনা করেন।
 

দৈনিক পুনরুত্থান / নিজস্ব প্রতিবেদক

এ সম্পর্কিত আরও পড়ুন