খানপুর ইউনিয়ন সোনালী সংসদের উদ্যোগে কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান
বগুড়া শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের সর্ববৃহৎ স্বেচ্ছাসেবী যুব সংগঠন, আমাদের প্রত্যয়, মানবতায় জয় শ্লোগান সামনে রেখে 'খানপুর ইউনিয়ন সোনালী সংসদের' উদ্যোগে বিভিন্ন মেডিকেল, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যায়নরত শিক্ষার্থী এবং ২০২৪ সালের এইচএসসিতে (জিপিএ- ৫) প্রাপ্ত ছাত্র- ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান ২১ ডিসেম্বর (শনিবার) শৈল্যাপাড়া ডিএন মতিয়ার রহমান দাখিল মাদ্রাসা মাঠে করা হয়। । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খানপুর ইউনিয়ন সোনালী সংসদের সভাপতি মোঃ সাইফুল ইসলাম।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন খানপুর ইউনিয়ন সোনালী সংসদের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রুপম, প্রভাষক আব্দুর রউফ, ফরিদ আহমেদ।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বগুড়া সরকারি আজিজুল হক কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ভাইচ প্রফেসর তফিজুর রহমান (রাজু), শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর সাবেক পরিচালক ডাঃ মোঃ আব্দুল কাদের, ইসলামী ব্যাংক বাংলাদেশ এভিপি মোঃ সোলায়মান আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আরও উপস্থিত ছিলেন,খানপুর ইউনিয়ন সোনালী সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস আলম, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক সেলিম রেজা, ক্রিয়া সম্পাদক রাসেল মীর, কোষাধক্ষ্য, মুফতি আব্দুল মোমিন, পরিবেশ ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কামরুল হাসান, শাহ সুলতান হোসেন, সৈকত সহ সংগঠনের সকল সদস্যবৃন্দ।
দৈনিক পুনরুত্থান / নিজস্ব প্রতিবেদক
আপনার মতামত লিখুন: