• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ ফেরুয়ারী ২০২৫, ২১ মাঘ ১৪৩১

Advertise your products here

  1. জাতীয়

বরগুনায় এশিয়ান টিভির প্রতিনিধির বিরুদ্ধে সংবাদ সম্মেলন


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ০৩ ফেরুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৮:৩৭ পিএম
বরগুনায় এশিয়ান টিভির প্রতিনিধির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

বেপরোয়া চাঁদাবাজি, জমি দখল, হুমকি, ক্ষমতার অপব্যবহার সহ নানাবিধ অভিযোগ উপস্থাপন করে বেসরকারি টেলিভিশন এশিয়ান টিভির বরগুনা প্রতিনিধির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করছে ভুক্তভোগী এলাকাবাসী।

রবিবার সকালে বরগুনা প্রেসক্লাবের হলরুমে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সহিদুল আলম শাহিন, মো. হাবিবুর রহমান মোল্লা অভিযোগ করেন, বরগুনার ১০ নং নলটোনা ইউনিয়নের পোড়া পদ্মায় ৮০ বছর দখলে থাকা ৮ একর ৬১ শতাংশ জমিতে রাতের আঁধারে এশিয়ান টিভির বরগুনা প্রতিনিধি সাংবাদিক জহিরুল ইসলামের নেতৃত্বে বাদল মল্লিক, ফারুক মল্লিক, মো.মজনু হাওলাদার সহ স্থানীয় সন্ত্রাসীরা জমি দখল সহ, ভেকু দিয়ে পুকুর খনন ও গাছ পালা দখল করে নিয়েছে। জমির মালিক ঘটনাস্থলে গেলে তাদের সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণের চেষ্টা চালায়।

থানায় অভিযোগ দেয়ার পরে তাদের থানা পুলিশ তাদের ডাকলেও বিষয়টি তারা আমলে না নিয়ে আইনকে অমান্য করে ক্ষমতার প্রভাব দেখিয়ে উপস্থিত হয়নি। এ বিষয় নিয়ে এর আগেও বারবার সালিশ বৈঠক হলেও সাংবাদিক জহিরুল ইসলাম কাউকে গুরুত্ব দেয়নি। এমনকি জমির উপর আদালতের নিষেধাজ্ঞাও তারা অমান্য করেছে।

 তার অত্যাচারে মানুষ অতিষ্ট, জমি দখল, চাঁদাবাজি, মানুষকে হয়রানি এসব বিষয়ে প্রতিকারে প্রশাসন ও সাংবাদিকদের হস্তক্ষেপ জরুরি। অভিযোগের বিষয়ে জানতে সাংবাদিক জহিরুল ইসলামের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে ১০নং নলটোনা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান, বরগুনা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ শফিকুজ্জামান মাহফুজ এর কাছে জানতে চাইলে তিনি বলেন,সাংবাদিক জহির তার সাংবাদিকতার পেশাকে ব্যবহার করে জমিটি দখল করেছে।জমিটি নিয়ে আদালতে মামলা চলমান আদালতের নিষেধাজ্ঞ অমান্য করে জহির জমিটি দখল করেছে।

দৈনিক পুনরুত্থান / বরগুনা জেলা প্রতিনিধি

এ সম্পর্কিত আরও পড়ুন