বরগুনায় মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী পুলিশ সদস্য ও তাদের পরিবারদেরকে সংবর্ধনা
মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহনকারী বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য/ তাঁদের পরিবারের সদস্যদের বিজয় দিবস-২০২৪ উপলক্ষে বরগুনা জেলা পুলিশের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
অদ্য ১৭/১২/২০২৪ খ্রীঃ সকাল ১১.৩০ ঘটিকার সময় বরগুনা জেলা পুলিশের আয়োজনে বরগুনা পুলিশ লাইন্স ড্রীল শেডে বিজয় দিবস/২০২৪ উপলক্ষে মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহনকারী বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য/ তাঁদের পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ ইব্রাহিম খলিল, পুলিশ সুপার বরগুনা মহোদয়।
উক্ত অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ জহুরুল ইসলাম হাওলাদার, বরগুনাসহ বরগুনা জেলা পুলিশের অন্যান্য পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি মহোদয় উপস্থিত সকল মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহনকারী বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য/ তাঁদের পরিবারের সদস্যদের মাঝে সংবর্ধনা উপহার প্রদান করেন।
দৈনিক পুনরুত্থান / নিজস্ব প্রতিবেদক
- বিষয়:
- বরগুনা
- মুক্তিযুদ্ধ
আপনার মতামত লিখুন: