• ঢাকা
  • সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

Advertise your products here

  1. জাতীয়

বরগুনায় প্রবাসীর নামে মানব পাচার মামলা


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ০৬ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ০২:২৩ পিএম
বরগুনায় প্রবাসীর নামে মানব পাচার মামলা

বরগুনায় প্রবাসীর নামে মানব পাচার মামলা দায়ের করা হয়েছে। মোকাম বরগুনা বিজ্ঞ মানব পাচার প্রতিরোধ ট্রাইবুনালে মামলাটি দায়ের করা হয়েছে। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মামলাটি এজাহার করার জন্য নির্দেশ প্রদান করেন। বিজ্ঞ আদালতের নির্দেশক্রমে বরগুনা সদর থানা গত ১৩ মার্চ ২০২৫ ইংরেজি তারিখে মামলাটি রুজু করে।  মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২  এর ৭/৮/১০ ধারায় মামলাটি রুজু করা হয়েছে। বরগুনা সদর থানা মামলা নাম্বার ১৭/২০২৫। মামলাটি করেছেন মোঃ জাহাঙ্গীর (৬৪) পিতাঃ মোঃ আদম আলী,গ্রামঃ হেউলিবুনিয়া ৮ নং ইউনিয়ন,বরগুনা সদর বরগুনা । মামলাটির আসামীরা হলেন ১।মোঃ আবু জাফর(৩৯) পিতাঃ মোঃ ইউসুফ আলী হাওলাদার ২।মোসাঃ লাইজু (৩৫) স্বামিঃ মোঃ আবু জাফর, উভয়ের ঠিকানা গ্রামঃহেউলিবুনিয়া, ৮ নং ইউনিয়ন বরগুনা সদর বরগুনা। 

মামলার বাদি মোঃ জাহাঙ্গীর বলেন, মামলার আসামিরা বিভিন্নভাবে প্রলুব্ধ করিয়া প্রতি মাসে এক লক্ষ টাকা বেতন দিবে বলে  আমার ছেলে শাওনকে সৌদি আরব পাঠানোর জন্য পাসপোর্ট করাইয়া একটি জাল ভিসা দিয়া গত ১৯ জানুয়ার ২০২৩ ইংরেজি তারিখে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যায়। সৌদি আরবে পাঠানোর কথা বলে আসামিরা  আমার কাছ থেকে নগদ ৮ লক্ষ টাকা নিয়েছে। ছেলেকে ঢাকায় নিয়ে ছয় মাস প্রশিক্ষণ দেওয়ানা হয়েছে। পরবর্তীতে সৌদি আরবে নিয়ে আমার ছেলেকে আকামা করে দেয়নি। মামলার ১ নং আসামি বাংলাদেশে এসেছে খবর পেয়ে আমি তার বাড়িতে গেলে সে আমার সাথে বিভিন্নভাবে তর্ক বিতর্ক করে এবং আমাকে খুন জখমের ভয়ভীতি দেখায়। জাফর আমার ছেলের মত আরো অনেকর  সাথে প্রতারনা করছে। এলাকার মাসুদ,সোহেল,এমরান,মিন্টু,নাঈম এদেরকে নিয়েও কোন আকামা দেয়নি। 

হেউলিবুনিয়া গ্রামের মোঃ হাবিবুর রহমান বলেন, জাহাঙ্গীরের ছেলে শাওনকে জাফর বিদেশে নিয়েছে। বিদেশে নিয়ে শাওনকে আকামা করে  দেয়নি। একই গ্রামের বাসিন্দা সেন্টু মিয়া বলেন, জাহাঙ্গীরের ছেলেকে আবু জাফর বিদেশে নিয়েছে জাফর যে টাকা পাইতো সেই টাকা জাহাঙ্গীর দিয়ে দিয়েছে কিন্তুু আকামা করে দেয়নি। এ বিষয়ে ৮ নং ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য রনি রহমান পিন্টু বলেন,জাফর একজন টাউট প্রকৃতির লোক। সে বিভিন্ন লোককে বিদেশে নিয়ে আকামা না দিয়ে প্রতারণা করে। শান্তর মতো অনেক লোকের কাছ থেকে সে টাকা নিয়েছে। বিদেশে নেওয়ার পরে তাদেরকে কোন প্রকার আকামা দেয়নি। 


মামলার প্রধান আসামি আবু জাফর হাং এর সাথে মুঠোফোনে  যোগাযোগের চেষ্টা করা হলে  তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। তবেএলাকার  বিভিন্ন লোকের মাধ্যমে জানা যায় আবু জাফর তার ফ্যামিলি সহ বরিশাল শহরে তার নিজেস্ব ফ্লাটে থাকেন।

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান জুগলুল হাসান  কাছে জানতে চাইলে তিনি বলেন, বিজ্ঞ আদালতে নির্দেশে মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ এর ৭/৮/১০ ধারায় মামলাটি থানায় রুজু করা হয়েছে। মামলা নাম্বার ১৭/২০২৫।  মামলাটির তদন্ত চলমান রয়েছে।আসামিকে  গ্রেফতার করার প্রচেষ্টা চলমান।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন