বরগুনায় অতিরিক্ত মূল্যে সার বিক্রি করায় জরিমানা

অতিরিক্ত মূল্যে সার বিক্রি করার জন্য বরগুনায় দুইজন সার ও কিটনাশক বিক্রেতাকে জরিমানা করা হয়েছে। অদ্য ২১ মার্চ ২০২৫ ইংরেজি তারিখ সকাল ১১ টার দিকে বরগুনা সদর উপজেলার ১০ নং নলটনা ইউনিয়নের পূর্বগর্জনবুনিয়া বাজারে মেসার্স জাকারিয়া স্টোর এবং মা বাবার দোয়া স্টোরে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করা হয়।


জাকারিয়া স্টোর কে ১০ হাজার এবং মা বাবার দোয়া স্টোর কে ৭০০০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন জনাব সুচন্দন মন্ডল, সহকারী পরিচালক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বরগুনা জেলা। মোঃ শাজাহান আলী এর অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযোগ নাম্বার ১২৪/২০২৫।মোবাইল কোর্টের অন্যান্য সদস্যরা হলেন মোঃ শাহজাহান আলী কৃষি বিপণন কর্মকর্তা, এস আই তাইফুর ও কনস্টেবল রাসেল।
মোবাইল কোর্ট পরিচালনার সময় সুচন্দন মন্ডল বলেন, জাতীয় ভোক্তা অধিকার বরগুনা জেলার উদ্বেগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। একটা অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত বেশি দামে সার বিক্রি করার জন্য অভিযোগ পেয়ে আজকের এই অভিযান। অভিযানে জাকারিয়া স্টোর স্টোরকে ১০০০০ হাজার এবং মা বাবার দোয়া স্টোর কে ৭০০০ হাজার মোট ১৭০০০ হাজার টাকা জরিমানা করা হয়েছে
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন

আপনার মতামত লিখুন: