বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাজে সন্তুষ্ট সাধারণ মানুষ

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব দেওয়ান জগলুল হাসান অত্যন্ত মেধাবী ও দক্ষ একজন পুলিশ কর্মকর্তা। তিনি তার উপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করেন।


তিনি গত ১৬ আগস্ট ২০২৪ ইংরেজি তারিখ বরগুনা সদর থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন। বরগুনা সদর থানায় যোগদান করার পর থেকেই তার অধীনস্থ সকল পদবীর সদস্যদের নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। যেকোনো সাধারণ মানুষ থানার ভিতরে গিয়ে তার সাথে যে কোন সময় কথা বলতে পারেন দেখা করতে পারেন এতে কোন বাধা নেই।
মাদক অভিযানের প্রতি তিনি যথেষ্ট সোচ্চার। ডাকাত নির্মূলে তার ব্যাপক ভূমিকা রয়েছে। বরগুনা সদর থানায় যোগদানের পর থেকে তিনি ২৩জন ডাকাত, ৪৪ জন চোর, ৫৭ জন মাদক সেবী ও ব্যবসায়ী,৩৪৪ জন অন্যান্য মামলার আসামিসহ সর্বমোট ৪৬৮ জন আসামি গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছেন ৷
বিভিন্ন পেশাজীবী মানুষ (ব্যবসায়ী, শ্রমিক,দিনমজুর আইনজীবী, চাকুরিজীবী, সাংবাদিক) এর সাথে কথা বলে জানা যায় বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান জগলুল হাসান অত্যন্ত সৎ মানুষ। থানায় কোন আর্থিক লেনদেন হয় না। হয় না কোন প্রকারের তদবির। হয় না কোন প্রকারের অনিয়ম এবং অনৈতিক কাজ।
এলাকার সাধারণ মানুষের প্রত্যাশা আইনশৃঙ্খলার সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে জনগণ যাতে আরো সুন্দর সেবা পেতে পারে।
এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান জগলুল হাসানের সাথে কথা বললে তিনি বলেন, আমি চেষ্টা করি আমার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করার । কোন প্রকার আর্থিক লেনদেন এবং দুর্নীতির সাথে আমি জড়িত নই। কোন প্রকার অন্যায়কে আমি প্রশ্রয় দেই না।


দৈনিক পুনরুত্থান / বরগুনা জেলা প্রতিনিধি
- বিষয়:
- বরগুনা
- পুলিশ কর্মকর্তা
এ সম্পর্কিত আরও পড়ুন

আপনার মতামত লিখুন: