• ঢাকা
  • শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

Advertise your products here

  1. জাতীয়

বরগুনা বেতাগীতে জমির জাল দলিল দিয়ে ক্রেতাকে হয়রানি


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ১৯ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০:০৯ পিএম
বরগুনা বেতাগীতে জমির জাল দলিল দিয়ে ক্রেতাকে হয়রানি

বরগুনার বেতাগী উপজেলার কর্নেল হারুনুর রশিদ খান, পিএসসি( অবঃ) পিতাঃ মৃত্যু আঃ রশিদ খান, গ্রামঃউত্তর ছোপখালি  পোষ্টঃছোপখালি,থানাঃ বেতাগী,জেলাঃ বরগুনা এর নিকট একই গ্রামের মোঃ খবির উদ্দিন মুসল্লী (৬৫) পিতা: ওসমান গনি মুসল্লি গ্রামঃ উত্তর ছোপখালি পোষ্টঃছোপখালি, থানাঃ বেতাগী, জেলাঃ বরগুনা হতে কবলাই কৃত ২.৬৯ একর জমি হতে বিগত ২৬/১২/২০১৩ তারিখ ২৪৬৩ নং সাব কবলা দলিল মূলে ৬০ শতাংশ ক্রয় করেন।

মামলার অভিযোগকারী কর্নেল হারুন অর রশিদ খানকে জমির জাল দলিল দিয়ে হয়রানি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। অদ্য মামলার অভিযোগকারী কর্নেল হারুনের রশিদ খান বিজ্ঞ কৌশলীর মাধ্যমে আদালতে হাজির হয়ে প্যানেল কোড এর ৪৬৭/৪৬৮/৪৭১/৪২০ ধারায় আসামী মোঃ খবির উদ্দিন মুসল্লী এর বিরুদ্ধে একখানা নালিশি  দরখাস্ত  দায়ের করেন যা বাদীর নালিশে দরখাস্ত খানা বিজ্ঞ আদালতের মাধ্যমে ডাকযোগে বেতাগী থানায় ১৮/০৩/২০২৫ সন্ধ্যা ৮ট ৩৫ মিনিটে থানা প্রাপ্ত হয়ে বেতাগী থানার মামলা নং ০৭, তাং ১৮/০৩/২০২৫ ধারা ৪৬৭/৪৬৮/৪৭১/৪২০ রজু করা হয়েছে।

উক্ত মামলার এক নম্বর আসামি মো: খবির উদ্দিন মুসল্লী (৬৫),পিতা মৃত ওসমান গনি মুসুল্লি উত্তর ছোপখালি গ্রামের বাসিন্দা মোঃ ছিদ্দিক বলেন, বিষয়টি আমি জানি। মামলার এক নম্বর আসামি মোঃ খবির উদ্দিন মুসল্লি একজন টাউট বাটপার প্রকৃতির লোক। সে অনেক মানুষের কাছ থেকে  জমি বিক্রি করবে বলে টাকা নিয়ে ভুয়া দলিল দিয়েছে। তার নামে অনেক মামলাও রয়েছে। 

এ বিষয়ে বেতাগী থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান মনির এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আদালতের নির্দেশে মামলাটি থানায় রুজ্জু করা হয়েছে। আসামি গ্রেফতার করার জন্য কার্যক্রম চলমান আছে।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন