বরগুনা জেলার পাথরঘাটায় ব্যবসাপ্রতিষ্ঠানে দুর্বৃত্তদের হামলা, প্রাণনাশের হুমকিতে পালিয়ে বেড়া
বরগুনা জেলার পাথরঘাটায় জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে দিনে দুপুরে রাজনৈতিক প্রভাব দেখিয়ে জনসম্মুখে পাথরঘাটা হাজী ট্রডার্স এ হামলা চালিয়ে লুটপাট ও ভাংচুর এর অভিযোগ উঠেছে সুমন কাজীর বিরুদ্ধে।
গত ১৮ পাথরঘাটা উপজেলা সদর ইউনিয়নের নিজলাঠিমারা গ্রামের মোঃসামসুল হক খান এর ছেলে মোঃ মিজানুর রহমান (৪২), এর মালিকানাধীন ইট,বালু,রট সিমেন্টের ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স হাজী ট্রেডার্স এ বেলা সারে ১১টার দিকে লোহার রড, লাঠি রামদা দিয়া অতর্কিত উপর হামলা চালায়।
প্রকাশ্যে জনসম্মুখে দোকান মালিকের কলার ধরিয়া ত্রাস সৃষ্টি করিয়া মারধর করে। এমনকি তার মাথায় প্রচন্ড রকমের আঘাত করে এ সময় হামলাকারীরা মিজানুর কাছে প্রথমে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা চাঁদা দাবি করে, দিতে অস্বীকৃতি জানালে আবারও দোকান মালিক মারধর করে। এ সময় মিজান কে দোকানের মেঝেতে ফেলে মারধর করে দোকান মালিক জানান, দোকানের ক্যাশে থাকা ৭,৮৮,০০০/- (সাত লক্ষ আটাশি হাজার) টাকা হামলাকারীরা নিয়া যায়।
কোম্পানীর হিসাবে টাকা পাঠাতে ব্যাংকে টিটি করার জন্য এবং ইট ভাটায় টাকা পাঠানোর জন্য জমা ছিল। এছাড়াও দোকান ভাংচুর করে কয়েক লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি করে। পরে স্থানীয়রা আগাইয়া আসিলে মিজান কে ও প্রতক্ষদর্শীদের হুমকি ধামকি দিয়া ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়। স্থানীয়রা উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় সেখানে ৩দিন চিকিৎসা নেওয়ার পর স্বাস্থ্যের উন্নতি না হলে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজের রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসা নিয়ে সুস্থ হওয়ার পর নিজ ব্যবসা প্রতিষ্ঠানে কর্ম ফেরায় অনিশ্চিত দেখা দেয় এবং বিভিন্নভাবে হুমকি দেন।
মিজান আরো জানান আমি বর্তমানে ব্যবসা প্রতিষ্ঠানে যেতে পারছি না পালিয়ে বেড়াচ্ছি এই অবস্থায় আমি ০১ লা সেপ্টেম্বর রোজ রবিবার পাথরঘাটা ম্যাজিস্ট্রেট কোর্টে দ্রুত ট্রাইবুনালে একটি মামলা আদায়ের করি। যাহার নং সি আর১৩৩/২৪(পাথরঘাটা) মিজান বলেন অনেক কষ্টের টাকা দিয়া ব্যবসা শুরু করি। হঠাৎ ৫ আস্ট ২০২৪ অভ্যুত্থানের পর সারাদেশেই অরাজকতা সৃষ্টি হয়। তারই ধারাবাহিকতায় ১৮ আগস্ট ২ বেলা সারে ১১ টার দিকে হঠাৎ হামলা করে।
যারা হামলা করে তাদের নাম বলে জানান,মোঃ সুমন কাজী, পিতা- মৃত রফিকুল আলম কাজী, সাং- ৩ নং ওয়ার্ড, পাথরঘাটা পৌরসভা, মো. মাসুম বিল্লাহ, পিতা- মোঃ মোস্তফা, সাং- ৪নং ওয়ার্ড, পাথরঘাটা পৌরসভা, মোঃ জাফর, পিতা- আঃ খালেক, সাং- ৫নং ওয়ার্ড, পাথরঘাটা পৌরসভা, উপজেলা- পাথরঘাটা, জেলা- বরগুনা। মিজান জানান, খুবই অসুস্থ, দোকানেও বসতে পারি না। কোম্পানী অনেক টাকা পয়সা পাইবে তাও দিতে পারিতেছি না, দোকান বন্ধ থাকায় পরিবার-পরিজন নিয়া খুবই অসহায় দিন যাপন করিতেছি, এর মধ্যে আসামীরা আমাকে বিভিন্ন সময় হুমকি ধামকি অব্যহত রাখিয়াছে। আমরা জীবনের নিরাপত্তাহীনতায় আছি।
এদিকে সুমন কাজীর সাথে মোবাইলে বারবার যোগাযোগ করা হলে মোবাইল বন্ধ পাওয়া যায়। পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আল-মানুন জানান কোর্ট থেকে সি আর ১৩৩/২৪ নামে একটি মামলার নথি এসেছে এজাহার করার জন্য। আরো জানান গত ১৮ সেপ্টেম্বর পাথরঘাটা বিএফডিসি বাসস্ট্যান্ড সংলগ্ন মেসার্স হাজী ট্রডার্স এ হামলার ঘটনা আমি শুনেছি ও জানি।
দৈনিক পুনরুত্থান / নিজস্ব প্রতিবেদক
আপনার মতামত লিখুন: