বগুড়ার শেরপুরে এক কেজি পাঁচশ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারি আটক
শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শেরপুর পুলিশ ফাঁড়ির অভিযানে অবৈধ মাদকদ্রব্য ১ (এক) কেজি ৫০০( পাঁচশ) গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে।
শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ,পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে এসআই নিরস্ত্র মোঃ ময়নুল ইসলাম সঙ্গীয় এএসআই মোঃ হামিদুল ইসলাম, এটিএসআই মোহাম্মদ বদিউজ্জামান সঙ্গীয় ফোর্সের সহায়তায় গত ২৯ জানুয়ারী রাত্রি ১১.৪৫ ঘটিকার সময় উপজেলার দুবলগারি চকপোতা ১ নং ব্লগ এলাকার মোহাম্মদ ইউসুফ আলী (৬৫) এর বাড়ি থেকে নূর মোহাম্মদ (৭০) এর হেফাজতে থাকা ০১(এক) কেজি ৫০০( পাঁচশত) গ্রাম গাঁজাসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার চর গোলকমন্ডল গ্রামের মৃত ছানু ওরফে সানুর ছেলে নূর মোহাম্মদ কাঞ্চিয়া(৭৮), বগুড়ার শেরপুর উপজেলার দুবলাগাড়ী চকপোতা এলাকার মোহাম্মদ ইউসুফ আলীর স্ত্রী মোছাঃ বাকফুল খাতুন (৪৫), মৃত জানিক শেখ এর ছেলে মোঃ ইউসুফ আলী(৬৫)।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান,আটকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
দৈনিক পুনরুত্থান /
আপনার মতামত লিখুন: