‘ফিফা দ্য বেস্ট’ তালিকায় আছেন যেসব ফুটবলার এবং কোচ
এবারের ফিফার (ফিফা দ্য বেস্ট) বর্ষসেরা ফুটবলারদের তালিকায় কিলিয়ান এমবাপে ও লিওনেল মেসি স্থান পেয়েছেন। তালিকায় নেইমারেরও নাম রয়েছে। তবে ফিফার বেস্ট মেনস প্লেয়ারের মধ্যে ক্রিশ্চিয়ানো রোনালদোর নাম নেই ১৪ জনের তালিকাতেও!
ফিফা (ফেডারেশন ইন্টারন্যাশনাল অব ফুটবল অ্যাসোসিয়েশন) বৃহস্পতিবার (১২ জানুয়ারি ২০২৩) এ তালিকা প্রকাশ করেছে। ২০২২ সালে ফুটবলে তাদেরই জায়গা হয়েছে তালিকায় যারা আধিপত্য বিস্তার করেছেন। গত বছর রোনালদো একের পর এক বিতর্কে জড়িয়েছেন। ব্যর্থ হয়েছেন বিশ্বকাপেও।
আরও পড়ুন>> 'লিওনেল মেসি' এখন সর্বকালের বিশ্বসেরাদেরও সেরা
সে কারণেই হয়তো সিআর৭-এর স্থান হয়নি সেরাদের তালিকায়। তালিকায় রয়েছেন তরুণ ফুটবলার জুড বেলিংহ্যাম, আশরাফ হাকিমিরা ও 'ব্যালন ডি অর' জয়ী করিম বেনজেমা। আরও রয়েছেন পোল্যান্ডের লেয়ানডস্কিও,ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচ।
মনোনয়ন পাওয়া সেরা ১৪ ফুটবলার:
জুডে বেলিংহাম, হুলিয়ান আলভারেজ, কেভিন ডি ব্রুইনা, করিম বেনজেমা, আর্লিং হালান্ড, রবার্ট লেভানদোভস্কি, আশরাফ হাকিমি, সাদিও মানে, লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, লুকা মদরিচ, নেইমার, ভিনিসিয়স জুনিয়র, মোহাম্মদ সালাহ।
অন্যান্য খবর>> মাত্র ৫৫০ কোটি টাকা পেলেই বেচে দেয়া হবে নেইমারকে!
মনোনয়ন পাওয়া সেরা ৫ কোচ:
দিদিয়ের দেশম, কার্লো আনচেলত্তি, ওয়ালিদ রেগরাগুই, লিওনেল স্কালোনি ও পেপ গার্দিওলা।
বিঃদ্রঃ মনোনায়ন পাওয়া ফুটবলারদের মধ্যে পিএসজি থেকেই সবচেয়ে বেশি আছেন। এমবাপ্পে, নেইমার ও মেসির সঙ্গে আশরাফ হাকিমি (মরোক্কান ডিফেন্ডার)। এছাড়াও বর্তমান শিরোপাধারী তিনজন আছেন রিয়াল মাদ্রিদের- ভিনিসিয়াস জুনিয়র, করিম বেনজেমা ও লুকা মদ্রিচ। মনোনীতদের মধ্যে মিডফিল্ডার জুডে বেলিংহাম সবচেয়ে কম বয়সী।
পুনরুত্থান/সালেম/সাকিব/এসআর
দৈনিক পুনরুত্থান / স্টাফ রিপোর্টার
আপনার মতামত লিখুন: