• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

Advertise your products here

  1. সারাদেশ

পূর্ণিমার জো’র প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর, ভোগান্তিতে সৈকতের ক্ষুদ্র ব্যবসায়ীরা


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৫:২৫ পিএম
পূর্ণিমার জো’র প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর, ভোগান্তিতে সৈকতের ক্ষুদ্র ব্যবসায়ীরা

পূর্নিমার জো'য়ের প্রভাবে পটুয়াখালীর কলাপাড়ায় স্বাভাবিকের চেয়ে বেড়েছে আন্ধারমানিক ও  রাবনাবাদ সহ সকল নদ-নদীর পানি। তাই গত দুইদিন ধরে দু'দফা জোয়ারের পানিতে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। বাসা বাড়িতে পানি প্রবেশ করায় ভোগান্তিতে পড়েছে বেড়িবাঁধের বাইরের বসবাসকারীরা।

 এদিকে পূর্নিমার জো'য়ের কারেন কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। বড় বড় ঢেউ সৈকতে আছড়ে পড়ছে। সাগরের পানির উচ্চতা বেড়ে নির্দিষ্ট স্থান অতিক্রম করায় দুর্ভোগে পড়েছে কুয়াকাটা সৈকতের শওশত ক্ষুদ্র ব্যবসায়ীরা।সৈকত সংলগ্ন মন্দিরে পানি ঢুকে পড়েছে।  তবে আগত পর্যটকরা সমুদ্রের ঢেউয়ের সঙ্গে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন।

সৈকতে ফিস ফ্রাই ব্যবসায়ী ইসমাইল বলেন, এত বন্যা গেল তাতেও আমাদের এইসব দোকানে পানি উঠে নাই। এবছর প্রচুর পানি বাড়ছে, বিচের সব দোকান পানিতে ডুবে লন্ডভন্ড হয়েগেছে।

বিচের শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দিরের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নিহার রঞ্জন বলেন, আমি মন্দিরের শুরু থেকে আছি,তবে এতো ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, শেষ রেমালেও এভাবে পানি বাড়েনি।গতকাল, আজকে জোয়ারে মন্দিরের  মধ্যে পানি ঢুকেছে।এখন যেভাবে  দিনূিন পানি বৃদ্ধি পাচ্ছে তাতে সৈকতে মেরিন ড্রাইভ খুবই জরুরী।     

দৈনিক পুনরুত্থান / নিজস্ব প্রতিবেদক

এ সম্পর্কিত আরও পড়ুন