পুলিশ সার্জেন্ট রোমানের সহযোগিতায় ছিনতাইকারী আটক
দৈনিক পুনরুত্থান ;
প্রকাশিত: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০:৪১ পিএম

ঘটনা স্থল: সোনারগাঁও সিগনাল, কাওরানবাজার, তেজগাঁও, ঢাকা-১২০৭
সময় তারিখ : বিকাল ৪.১৫ ঘটিকা ২৮/৪/২০২৫ ইং


ঘটনার বিবরণ: সার্জেন্ট আব্দুর রহিম রোমন টেংগ ১০৩ সোনারগাঁও সিগনাল এর মেট্রোরেল স্টেশনের নিচে ডিউটিরত অবস্থায় দেখতে পায় একজন ছিনতাইকারী বাসের গেট থেকে এক জন ভদ্রলোকের পকেট থেকে মোবাইল নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে উক্ত সার্জেন্ট ছিনতাইকারীর পিছু ধাওয়া করে এবং ছিনতাইকারীকে আটক করে ছিনতাই কৃত মোবাইল ফোন উদ্ধার করেন পরবর্তী কন্ট্রোলে নোট করে তেজগাঁও থানায় তাকে হস্তান্তর করেন এবং উদ্ধারকৃত মোবাইল ফোনটি তার মালিক কে হস্তান্তর করেন ।
দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- পুলিশ সার্জেন্ট
- ছিনতাইকারী
- আটক
এ সম্পর্কিত আরও পড়ুন

আপনার মতামত লিখুন: