পাথরঘাটায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন

বরগুনার পাথরঘাটায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) উদ্যোগে মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টার সময় রায়হানপুর ইউনিয়নের লেমুয়া বাজারে সৈয়দ ফজলুল হক ডিগ্রি কলেজের সামনে প্রায় দুই শতাধিক লোকজনের উপস্থিতিতে এ মানববন্ধন হয়।


রায়হানপুর ইউনিয়ন বিএনপি'র সভাপতি মোঃ আবুল কালামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন , রায়হানপুর ইউনিয়ন বিএনপির যুগ্ন-আহবায়ক মো. রিয়াজ, ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির যুগ্ন-আহবায়ক বাদল মিয়া, ইউনিয়ন ছাত্রদল নেতা মো. নাইম, রায়হানপুর ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মামুন মিয়াসহ প্রায় দুই শতাধিক লোকজন উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তৃতাকালে ১ নং রায়হানপুর ইউনিয়নের জাতীয়বাদী দল বিএনপির আহবায়ক মোঃ কালাম মিয়া বলেন,পূর্বে যারা মাদক বিক্রি করত তারাই এখনো বিক্রি করে।আমাদের পাথরকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মেহেদী হাসান যেভাবে ডাকাত নির্মূল করেছেন সেভাবে যদি একটু মাদকের দিকে সুদৃষ্টি দিতেন মাদকের এই ব্যবসা বন্ধ হয়ে যেত। রায়হানপুরের বাতেন,হাসান সর্দার,বশির, দুই হাসিব এরাই মাদক সাপ্লাই দেয়। আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।
মানববন্ধনে উপস্থিত সর্বস্তরের জনগণের প্রত্যাশা প্রশাসন খুব দ্রুত মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে মানববন্ধনে উল্লেখিত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন।
দৈনিক পুনরুত্থান / বরগুনা জেলা প্রতিনিধি
এ সম্পর্কিত আরও পড়ুন

আপনার মতামত লিখুন: