• ঢাকা
  • বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

Advertise your products here

  1. জাতীয়

পাথরঘাটা উপজেলার সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ০২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৮:২৫ পিএম
পাথরঘাটা উপজেলার সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার

বরগুনার পাথরঘাটার উপজেলার সাবেক চেয়ারম্যান এনামুল হোসাইনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সকাল ৮টায় পাথরঘাটা বন বিভাগের অফিসের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিএনপির ভাইস চেয়ারম্যান নুর ইসলাম মনির ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন পাথরঘাটা থানার ওসি মেহেদী হাসান। এনামুল হোসাইন চরদুয়ানী ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ডের মাসুম মিয়ার ছেলে। তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। পাথরঘাটা থানার ওসি জানান, ২০২২ সালের সেপ্টেম্বরে বিএনপির ভাইস চেয়ারম্যান নুর ইসলাম মনি তার গ্রামের বাড়িতে যাওয়ার পথে আওয়ামী লীগের নেতাকর্মীরা তার গাড়িবহরে হামলা চালায়। বিএনপি নেতাকর্মীদের দুই শতাধিক মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এ ব্যাপারে এ বছরের ৪ অক্টোবর পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা হয়। ওই মামলায় ৭৯ নম্বর আসামি এনামুল হোসাইন। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকার পরও তিনি পাথরঘাটা উপজেলার বিভিন্ন জায়গায় দলীয় কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। আজ সকালে কাকচিড়া আওয়ামী লীগের গোপন বৈঠকে যাওয়ার সময় তাকে বন বিভাগ অফিসের সামনে থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের সোপর্দ করা হবে। এ বিষয়ে এনামুল হোসাইন নুরুল ইসলাম মনি বলেন, ওই ঘটনার সময় তিনি পাথরঘাটায় ছিলেন না। তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন।

দৈনিক পুনরুত্থান / নিজস্ব প্রতিবেদক

এ সম্পর্কিত আরও পড়ুন