তীব্র শৈত্যপ্রবাহ কবে, জানাল আবহাওয়া অফিস
বাংলাদেশে জানুয়ারি মাসকেই শীতের মাস বলা হয়। ইতোমধ্যেই আজ (২ জানুয়ারি) মৌসুমের সর্বোচ্চ শীত অনুভূতি হয়েছে। এই শীত সামনে আরও বাড়বে।
বিশেষ করে আগামী ৭ থেকে ৯ জানুয়ারির মধ্যে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও আবহাওয়া বিশেষজ্ঞরা।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা ঢাকা পোস্টকে বলেন, আগামী দুই-তিনদিন সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তবে আগামী ১০ জানুয়ারির মধ্যে একটি শৈত্যপ্রবাহ হতে পারে। তবে সেটা তীব্র শৈত্য প্রবাহ হবে না।
তবে তীব্র শৈত্যপ্রবাহ কবে নাগাদ হতে পারে সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি এ আবহাওয়াবিদ।
আবহাওয়া বিশেষজ্ঞ ও সাবেক আবহাওয়াবিদ আব্দুল মান্নান ঢাকা পোস্টকে বলেন, আগামী দুই থেকে তিনদিন তাপমাত্রা কিছুটা বাড়লেও আগামী ৭ থেকে ৯ জানুয়ারির মধ্যে একটা শৈত্যপ্রবাহ হতে পারে। আমি মনে করি, এই সময়ে তীব্র নয়, মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভবনা বেশি। মাঝারি শৈত্যপ্রবাহ হলে সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ৬ থেকে ৮ ডিগ্রিতে।
তিনি বলেন, প্রত্যেকবারেই জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে তাপমাত্রা কমতে থাকে। আমাদের প্রতিবারই কমপক্ষে একটি তীব্র শৈত্য প্রবাহ আসে। আর তীব্র শৈত্যপ্রবাহ হলে তাপমাত্রা ৪ ডিগ্রিতে নেমে যেতে পারে। তীব্র শৈত্যপ্রবাহ হলেও মাসের মাঝামাঝি থেকে শুরু করে আগামী ২৫ জানুয়ারির মধ্যে হতে পারে। এই বিষয়টি এই মাসের প্রথম স্পেল শেষ হলে পরিষ্কারভাবে বোঝা যাবে।
দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- শীত
- আবহাওয়ার খবর
- আগামীকালের আবহাওয়া
আপনার মতামত লিখুন: