জিরপুরের শিকারপুরে এক রাতে ২ বাড়িতে চুরি
বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের মুন্ডুপাশা ও দক্ষিন শিকারপুর গ্রামে মঙ্গলবার দিবাগত রাতে ২ টি বাড়িতে চুরির ঘটনা ঘটে।
স্থানীয় ভুক্তভোগী সূত্রে জানাযায় ১০ ডিসেম্বর মঙ্গলবার দিবাগত রাতে উত্তর মুণ্ডপাশা গ্রামের নূর মোহাম্মদ সরদারের বাড়িতে চোরচক্র হানা দিয়ে ঘরে থাকা দুই ভরি ওজনের স্বর্ণালংকার নগদ তিনহাজার টাকা, জমিজমা সংক্রান্ত মূল্যবান কাগজপত্র সহ দলিল পত্র লুট করে নিয়ে যায়।
অপরদিকে একই রাতে দক্ষিণ শিকারপুর গ্রামের মৃত মোঃ হেমায়েত খানের বাড়িতে ঘরের দরজা ভেঙে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে।
এ সময়ে চোর চক্র ঘরে থাকা ২০ হাজার নগত টাকা ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এ বিষয়ে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান, চুরির বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক পুনরুত্থান / নিজস্ব প্রতিবেদক
আপনার মতামত লিখুন: