কুলাউড়ায় যুবলীগ সম্পাদক যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার
মৌলভীবাজারের কুলাউড়ায় যৌথ বাহিনীর অভিযানে কুলাউড়া উপজেলার যুবলীগের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম সবুজকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪ ইং, বিকেল সাড়ে ৩ টার সময়নশহরের উছলাপাড়া এলাকায় পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বিনয় ভূষণ রায় আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের মিছিলে হামলার অভিযোগে যুবলীগ নেতা সবুজের বিরুদ্ধে সম্প্রতি কুলাউড়া থানায় মামলা হয়।
পরবর্তী ছাত্রদের করা মামলাসহ আরো একটি পৃথক মামলা রয়েছে। মামলার পর তিনি আড়াল হলেও বৃহস্পতিবার যৌথ বাহিনী তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে বলে জানান তিনি।
দৈনিক পুনরুত্থান / নিজস্ব প্রতিবেদক
- বিষয়:
- কুলাউড়া
- যুবলীগ
- যৌথ বাহিনী
- গ্রেপ্তার
আপনার মতামত লিখুন: