• ঢাকা
  • শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ২১ পৌষ ১৪৩১

Advertise your products here

  1. জাতীয়

‘আন্দোলন-আন্দোলন খেলার জন্য এত মানুষ জীবন দেয়নি’


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০:৩৩ পিএম
‘আন্দোলন-আন্দোলন খেলার জন্য এত মানুষ জীবন দেয়নি’

তথ্য উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, যারা আন্দোলনের নামে চাকরিবিধি লঙ্ঘন করছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আন্দোলন আন্দোলন খেলা কিংবা কারো গোষ্ঠীস্বার্থ রক্ষার জন্য এত মানুষ জীবন দেয়নি। 

তিনি বলেন, আন্দোলনের নামে প্রশাসন কিংবা অন্যান্য যে কোনো ক্যাডারের আমলারা, যারা চাকরিবিধি লঙ্ঘন করবেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সম্প্রতি তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এমন মন্তব্য লিখে একটি ফটোকার্ড শেয়ার করেছেন।

এছাড়া একটি ভিডিওতে তিনি বলেন, এখন সময় জনগণকে সেবা দেওয়ার এবং গণতান্ত্রিক ট্রানজিশন সফল করতে সহায়তা করার। রাষ্ট্রের সংস্কার হলে সবাই ন্যায়বিচার পাবেন, এখানে সবার মত থাকবে। কিন্তু সংস্কারের কথা আসার পর তারা যে প্রতিক্রিয়া দেখিয়েছেন সেটি নৈতিকভাবে ঠিক হয়নি, আবার বিধিরও লঙ্ঘন হয়েছে।

তথ্য উপদেষ্টা আরও বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলের যেসব আমলা এখনও লুকিয়ে আছেন তাদের চিহ্নিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে খুব দ্রুতই পদক্ষেপ নেওয়া হবে।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন