২০২৪ সালে বাংলাদেশের সরকারি ছুটির তালিকা
দৈনিক পুনরুত্থান ;
প্রকাশিত: সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০:০১ পিএম
ফাইল ফুটেজ
অনুমোদন করেছে মন্ত্রিসভা ২০২৪ সালের সরকারি ছুটির তালিকা। আগামী বছরও চলতি বছরের মতো সরকারি ছুটি মোট ২২ দিন।
এর মধ্যে দুদিন পড়েছে সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার)। সোমবার (২৩ অক্টোবর) সকালে মন্ত্রিপরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
মন্ত্রিপরিষদ সচিব জানান, মন্ত্রিসভার বৈঠকে ‘২০২৪ খ্রিস্টাব্দের সরকারি ছুটির তালিকা’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুমোদন দেওয়া হয়। এই বৈঠক হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে।
২০২৪ সালের ছুটির তালিকা:
তারিখ | দিন | ছুটির |
---|---|---|
২১ ফেব্রুয়ারি | বুধবার | শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস |
২৬ ফেব্রুয়ারি | সোমবার | শব-ই-বরাত |
১৭ মার্চ | রবিবার | জাতির পিতার জন্মবার্ষিকী |
২৬ মার্চ | মঙ্গলবার | স্বাধীনতা দিবস |
০৫ এপ্রিল | শুক্রবার | জুমাতুল বিদা |
০৬ এপ্রিল | শনিবার | শব-ই-কদর |
০৯ এপ্রিল | মঙ্গলবার | ঈদুল ফিতর |
১০ এপ্রিল | বুধবার | ঈদুল ফিতর |
১১ এপ্রিল | বৃহস্পতিবার | ঈদুল ফিতর |
১৪ এপ্রিল | রবিবার | পহেলা বৈশাখ |
০১ মে | বুধবার | মে দিবস |
২৩ মে | বৃহস্পতিবার | বুদ্ধ পূর্ণিমা |
১৬ জুন | রবিবার | ঈদুল আযহা |
১৭ জুন | সোমবার | ঈদুল আযহা |
১৮ জুন | মঙ্গলবার | ঈদুল আযহা |
১৭ জুলাই | বুধবার | আশুরা |
১৫ অগাস্ট | বৃহস্পতিবার | জাতীয় শোক দিবস |
২৬ অগাস্ট | সোমবার | শুভ জন্মাষ্টমী |
১৬ সেপ্টেম্বর | সোমবার | ঈদে মিলাদুন্নবী |
১৩ অক্টোবর | রবিবার | বিজয়া দশমী |
১৬ ডিসেম্বর | সোমবার | বিজয় দিবস |
২৫ ডিসেম্বর | বুধবার | বড়দিন |
পুনরুত্থান/সালেম/সাকিব/এসআর
দৈনিক পুনরুত্থান / নিজস্ব প্রতিবেদক
- বিষয়:
- বাংলাদেশ
- সরকারি ছুটি
- বাংলাদেশ সরকার
আপনার মতামত লিখুন: