• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

Advertise your products here

  1. বিনোদন

সত্যিই কি বিয়ে করলেন সালমান মুক্তাদির?


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ০২ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৯:৩২ পিএম
সত্যিই_কি_বিয়ে_করলেন_সালমান_মুক্তাদির
সালমান মুক্তাদির এবং তার স্ত্রী

সালমান মুক্তাদির দেশের ইউটিউব তারকা সবসময় আলোচনা-সমালোচনায় থেকেছেন ব্যক্তিজীবন নিয়ে। বিভিন্ন তরুণীর সঙ্গে বিভিন্ন সময় জুড়ে এসেছে তার নাম।

প্রেমিক হিসেবে সবটাই এসেছে। কখনো আবার কেউ কেউ তাকে অভিযুক্ত করেছেন প্লে-বয় হিসেবেও। তবে এসবকে সালমান কখনো পাত্তা দেননি। নিজের মতো জীবন এ ইউটিউবার বরাবরই উপভোগ করেছেন। ব্যক্তিজীবন নিয়ে সোজাসাপটা কথা বলেন। তবে এবার যেন মুক্তি নিলেন অতীতের সব বিতর্ক থেকে। তিনি বিয়ে করেছেন গত ৩০ এপ্রিল। 

আরও পড়ুন>> মেহজাবীনের ফেসবুক পোস্ট ঘিরে রহস্য!

ফেসবুকে ভেরিফায়েড পেজে (সোশ্যাল মিডিয়া) মঙ্গলবার (২ মে) এ তথ্য তিনি নিজেই জানিয়েছেন। নিজের কয়েকটি রোমান্টিক এদিন স্ত্রীর সঙ্গে ছবি সালমান ফেসবুকে পোস্ট করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘বাকি জীবনের জন্য আমার প্রিয় স্ত্রী।’ সেখানেই তিনি উল্লেখ করেছেন বিয়ের তারিখ।

বিয়ের কথা সালমান উল্লেখ করলেও পরিচয় জানাননি স্ত্রীর। তবে উচ্ছ্বসিত ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা তার বিয়ের খবরে। শুভেচ্ছায় ভাসাচ্ছেন তাকে তাইতো মন্তব্যের ঘরে। উল্লেখ্য, মানুষদের বোকা বানানোর জন্য ইউটিউবার সালমান নির্মাণ করেন শুরুতে প্র্যাঙ্ক ভিডিও। এ কারণে তার মানুষকে বোকা বানানোর জন্য এই বিয়ের ছবিগুলো কিনা? সেটা নিয়ে অনেকে সন্দীহান।

 

পুনরুত্থান/সালেম/সাকিব/এসআর

দৈনিক পুনরুত্থান / স্টাফ রিপোর্টার

এ সম্পর্কিত আরও পড়ুন