• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

Advertise your products here

  1. সারাদেশ

ভাঙারির দোকানে মিলল বস্তাভর্তি সরকারি বই


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ২২ ফেরুয়ারী, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৪:৪৪ পিএম
ভাঙারির-দোকানে-মিলল-বস্তাভর্তি-সরকারি-বই
ফাইল ফুটেজ

বস্তাভর্তি সরকারি বই গাইবান্ধার পলাশবাড়ীতে বিক্রির সময় স্থানীয়রা আটক করেছে। ঘটনাস্থল থেকে পরে পুলিশ বইগুলো জব্দ করে।

উপজেলার ঢোলভাঙ্গা বাজারস্থ মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে আব্দুল মোত্তালেবের বইগুলো জব্দ করা হয় ভাঙারির দোকোন থেকে।মোত্তালেব গ্রামের মৃত করিম উদ্দিনের ছেলে বেতকাপা ইউনিয়নের পারআমলাগাছি।

মোত্তালেব জানায় পুলিশ ও ভাঙারি দোকানি, বালিকা উচ্চ বিদ্যালয়ের স্থানীয় ঢোলভাঙ্গা চতুর্থ শ্রেণির কর্মচারী জয়নাল আবেদিন আহাদ দোকানে বিক্রির জন্য পাঠায় ভ্যানভর্তি বইগুলো তার।

আরও পড়ুন>> ধান ব্যবসায়ীকে মারপিট করে ছিনতাইয়ের অভিযোগ প্রায় ৯ লক্ষ টাকা

বিদ্যালয়ের সভাপতি ইমরুল কবির চপল খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় ও প্রধান শিক্ষক আতোয়ার হোসেন পুলিশে খবর দেন বইগুলো আটক করে। আহাদ ফরকান্দাপুর গ্রামের অভিযুক্ত জয়নাল আবেদিন মৃত নুরুজ্জামানের ছেলে। 

পলাশবাড়ী থানার সহকারী পরিদর্শক (এসআই) রাজু জানান, পৌঁছে বই গুলো জব্দ খবর পেয়ে ঘটনাস্থলে করা হয়। অভিযুক্তের বিরুদ্ধে পরবর্তী প্রাপ্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, শিক্ষাবর্ষের ৬ষ্ঠ থেকে জব্দকৃত বইগুলো ২০২২ নবম শ্রেণির বিষয়ের বিভিন্ন।

 

পুনরুত্থান/সালেম/সাকিব/এসআর

দৈনিক পুনরুত্থান / স্টাফ রিপোর্টার

এ সম্পর্কিত আরও পড়ুন