• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

Advertise your products here

  1. অর্থনীতি

বোতলের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে খোলা সয়াবিন তেল


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৫:৫৯ পিএম
বোতলের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে খোলা সয়াবিন তেল

বাজারে খোলা সয়াবিন তেলের দাম নতুন করে আরও বাড়ানো হয়েছে। তবে বোতলজাত সয়াবিন তেল আগের দামেই বিক্রি হচ্ছে। এর ফলে বাড়তি দামে বিক্রির আশায় বিক্রেতারা বোতলজাত সয়াবিন তেলের মুখ খুলে ড্রামে ঢেলে বিক্রি করছেন। এতে বাজারে বোতলজাত তেলের সংকট দেখা গেছে।

শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, লিটারপ্রতি খোলা সয়াবিন তেলের দাম বেড়েছে প্রায় ২০ টাকা। মাসের ব্যবধানে দাম বেড়ে এখন খোলা সয়াবিন তেল প্রতি লিটার ১৭৫ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তবে বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়েনি, আগের দর ১৬৭ টাকায় বিক্রি হচ্ছে।

নতুন করে ভোজ্য তেলের দামে অস্থিরতা শুরু হওয়ায় বিপাকে পড়েছে সাধারণ মানুষ। ক্রেতারা বলছে, প্রতিবারের মতো এবারও রমজান মাস সামনে রেখে আগে থেকে তেলের বাজার অস্থির করে তোলা হচ্ছে। দ্রুত এই সিন্ডিকেট ভাঙতে হবে।

ব্যবসায়ীদের একটি সূত্র জানিয়েছে, ব্যবসায়ীদের অনেকেই বোতলজাত তেল বিক্রি না করে যার কাছে যে তেল রয়েছে তা দোকান থেকে সরিয়ে অন্যত্র মজুদ করে রেখেছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ জনগণ।

খাবার হোটেল ব্যবসায়ী তারেক মাহমুদ বলেন, প্রতিদিনের মতো আজও তেল কিনতে গিয়ে বিপাকে পড়েছি। সয়াবিন তেলের দাম যাই হোক হোটেল চালাতে তেল তো আমার লাগবে। 

বিক্রেতারা বলছেন, বাজারে খোলা তেলের দাম বাড়ার কারণে বোতলজাত তেলের সরবরাহ কমিয়ে দিয়েছে কোম্পানিগুলো। আমরা অগ্রিম টাকা জমা দিয়েও ঠিকমতো তেল পাচ্ছি না। এক মাস আগেও ব্যবসায়ীরা খুচরায় প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১৫০ টাকা দরে বিক্রি করেছেন। দাম বাড়ার কারণে এখন ১৭২ থেকে ১৭৫ টাকায় বিক্রি করছেন।

দৈনিক পুনরুত্থান / নিজস্ব প্রতিবেদক

এ সম্পর্কিত আরও পড়ুন