• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১

Advertise your products here

  1. জাতীয়

বিনা টিকিটে ভ্রমণ ও টিটিই সঙ্গে অসদাচরণ: ছাত্র সমন্বয়ক পরিচয় দেওয়া আট শিক্ষার্থীকে জরিমানা


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৮:৪৭ পিএম
বিনা টিকিটে ভ্রমণ ও টিটিই সঙ্গে অসদাচরণ: ছাত্র সমন্বয়ক পরিচয় দেওয়া আট শিক্ষার্থীকে জরিমানা

সিলেট থেকে ছেড়ে আসা আন্তঃনগর জয়ন্তিকা ট্রেনে বিনা টিকিটে ভ্রমণ করায় এবং ট্রেনের ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষকের (টিটিই) সঙ্গে অসদাচরণের অভিযোগে আট ছাত্র পরিচয়দানকারী যাত্রীকে জরিমানা করা হয়েছে।

শনিবার ১৬ নভেম্বর ২০২৪ইং, মৌলভীবাজারের কুলাউড়া জাংশন স্টেশনের কাছাকাছি এলে এই জরিমানা করা হয় বলে কুলাউড়া রেলওয়ের স্টেশনমাস্টার মোঃ রোমান আহমদ এ তথ্য বিকেলে নিশ্চিত করেন।

রোমান আহমদ বলেন, শনিবার দুপুর ১২টার সময় সিলেট থেকে ছেড়ে আসা আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে একত্রে বেশ কয়েকজন যাত্রী ওঠেন। ট্রেনটি কুলাউড়ার কাছাকাছি আসার পর ট্রেনের টিটিই শ্রীমঙ্গলের উদ্দেশ্যে একত্রে উঠা ৮ জন যাত্রীর কাছে টিকিট দেখতে চান। এতেই টিটিইর সঙ্গে তাদের বাধে বিপত্তি।

তিনি আরও বলেন, ট্রেনের টিটিই তাদের কাছে টিকিট দেখতে চাইলে টিকিট নাই দাবি করে তারা ছাত্রসহ বিভিন্ন পরিচয় দেয় যা সন্দেহজনক ছিলো। একপর্যায়ে টিটিইর সঙ্গে অসদাচরণও করে তারা। পরে টিটিই বিষয়টি কুলাউড়া রেলস্টেশনে জানালে ট্রেনটি কুলাউড়ায় আসার পর ওই শিক্ষার্থী আট জনকে টিকিট ছাড়া ভ্রমণের দায়ে ১ হাজার ৩ শত ৬০ টাকা জরিমানা করা হয়। পরে টিটিইর কাছে তারা দুঃখপ্রকাশ করলে জরিমানার পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়।

কুলাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সেলিমুজ্জামান বলেন, কোনো অভিযোগ না থাকায় এবং বিষয়টি সমাধান হয়ে যাওয়ায় ওই আট শিক্ষার্থী যাত্রীকে জরিমানার পর ছেড়ে দেওয়া হয়।

 

দৈনিক পুনরুত্থান / নিজস্ব প্রতিবেদক

এ সম্পর্কিত আরও পড়ুন