• ঢাকা
  • সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

বরগুনার বেতাগীতে আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৮:৫১ পিএম
বরগুনার বেতাগীতে আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

আওয়ামী স্বৈরাচার মেঘনা গ্রুপের মালিক মোস্তফা কামালকে গ্রেপ্তার ও সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে করা মিথ্যে মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।

আজ রবিবার সকাল ১১টায় (২৭ এপ্রিল) বরগুনার বেতাগী উপজেলার প্রেসক্লাব চত্ত্বরে আমার দেশ পাঠকমেলা আয়োজিত মানববন্ধনে এসব দাবি জানানো হয়। বক্তারা বলেন, ‘মাহমুদুর রহমান কেবলমাত্র একজন সম্পাদক ও প্রকাশক নন। তিনি আজকের বাংলাদেশের সময়ের কষ্টিপাথরে যাচাই করা একজন খাঁটি দেশপ্রেমিক।

যিনি অতীতেও দেশবিরোধী সব প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে ছিলেন সোচ্চার, আজকেও একইভাবে তার লড়াই অব্যাহত রেখেছেন। যারা বাংলাদেশে পুনরায় হাসিনার ফ্যাসিবাদী শাসনব্যবস্থা ফিরিয়ে আনতে চায়, যারা চায় ভারতের তাঁবেদারি ব্যবস্থা পুনরায় কায়েম করতে মোস্তফা কামাল তাদেরই অগ্রজ প্রতিনিধি। আমার দেশ পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে মামলা করার এ কথার সত্যতা প্রমাণ দেয়।’

কর্মসূচিতে শাওনের (পাঠকমেলার উপজেলা সভাপতি) সভাপতিত্বে বক্তব্য রাখেন, ফারুক হোসেন খোকন সাবেক সভাপতি বেতাগী উপজেলা যুবদল, নুরুল ইসলাম পান্না সাবেক সভাপতি বেতাগী উপজেলা ছাত্রদল, মনিরুজ্জামান খান জুয়েল আহ্বায়ক বেতাগী উপজেলা যুবদল, যুবনেতা জাহিদুল ইসলাম সাদ্দাম, আ. মালেক খাঁন সভাপতি পৌর মৎস্যজীবী দল, কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক,

আমার দেশে পত্রিকার উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান ডব্লিউ, বেতাগী প্রেসক্লাবের সভাপতি মো. কামাল হোসেন খান, বেতাগী রিপোর্টার্স ইউনিটের সাধারণ সম্পাদক প্রভাষক মো. শাহাদাৎ হোসেন মুন্না, মো. জসিম উদ্দিন দৈনিক রূপালী বাংলাদেশ বেতাগী উপজেলা প্রতিনিধ, সজল মাহমুদ দৈনিক আমাদের সময় বেতাগী উপজেলা প্রতিনিধি, সুজন দৈনিক আমার সংবাদ বেতাগী উপজেলা প্রতিনিধি, ইমরানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন এবং ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন