• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

Advertise your products here

  1. জাতীয়

ধানের মূল্যবৃদ্ধি, ধানের পরিমাপ নিয়ে কৃষক ও ব্যবসায়িক মতানৈক্য পরিপ্রেক্ষিতে মতবিনিময় সভা


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ০২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৮:২১ পিএম
ধানের মূল্যবৃদ্ধি, ধানের পরিমাপ নিয়ে কৃষক ও ব্যবসায়িক মতানৈক্য পরিপ্রেক্ষিতে মতবিনিময় সভা

পটুয়াখালীর কলাপাড়ায় ধানের মূল্যবৃদ্ধি, ধানের পরিমাপ নিয়ে কৃষক ও ব্যবসায়িক মতানৈক্য, নদী খালে বাঁধা মুক্তকরণ বিষয়ে কৃষকদের অসন্তোষের পরিপ্রেক্ষিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১ টা উপজেলা প্রশাসন হলরুম পায়রায় কৃষি পণ্য ব্যবসায়ী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন দপ্তরের প্রধানদের সাথে  এ মত বিনিময়ে সময় অনুষ্ঠিত হয়। 

এ সময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলামের সভাপতিত্বে  বক্তব্য রাখেন,কলাপাড়া থানা অফিসার ইনচার্জ জুয়েল ইসলাম, মহিপুর থানা অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম,উপজেলা বিএনপি'র সভাপতি হাজী মোহাম্মদ হুমায়ুন সিকদার, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ হুমায়ুন কবির,সাবেক সভাপতি মেজবাহ্উদ্দীন মাননু, বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার সভাপতি জিএম মামহবুবুর রহমান।

এছাড়াও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,কৃষক সংগঠনের প্রতিনিধি,সংগঠনের সদস্য গণমাধ্যম কর্মী,কৃষান কৃষানি ও গণমাধ্যম কর্মীরা  উপস্থিত ছিলেন। 

দৈনিক পুনরুত্থান / নিজস্ব প্রতিবেদক

এ সম্পর্কিত আরও পড়ুন