• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ২৩ পৌষ ১৪৩১

Advertise your products here

  1. জাতীয়

স্ত্রীর সঙ্গে ছবি প্রকাশ করলেন তাহসান


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ০৪ জানুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৮:০৬ পিএম
স্ত্রীর সঙ্গে ছবি প্রকাশ করলেন তাহসান

অবশেষে নিজের বিয়ের গুঞ্জনে আনুষ্ঠানিক সীলমোহর দিলেন অভিনেতা ও গায়ক তাহসান খান। কথা রেখে শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় স্ত্রী মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে তোলা একটি ছবি নিজের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করলেন তিনি। 

বিয়ে প্রসঙ্গে শনিবার সকালেই তাহসান জানিয়েছিলেন, সন্ধ্যায় আনুষ্ঠানিক ঘোষণা দেবেন। সেই কথা অনুযায়ী এদিন সন্ধ্যায় গোলাপি রঙের শেরওয়ানিতে স্ত্রীর হাতে হাত রেখে তোলা একটি ছবি প্রকাশ করেছেন তিনি। 

স্ত্রীর সঙ্গে তোলা সেই ছবি প্রকাশ করে তাহসান লিখেছেন, কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে আমার সুরে নাচের মুদ্রায়, সেই তুমি কে? যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন ধোঁয়া ওঠা চায়ের কাপে, সেই তুমি কে?

তাহসানের সেই ফেসবুক পোস্ট ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। মাত্র ১৩ মিনিটে ১ লাখ ৭৩ হাজার রিয়েকশন পড়েছে তাহসানের স্ত্রীর সঙ্গে তোলা সেই ছবিতে। 

জানা গেছে, তাহসানের স্ত্রী রোজা আহমেদ নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর পড়াশোনা করেছেন। পড়াশোনা শেষ করে কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করেন এবং পরবর্তীতে নিউইয়র্কের কুইন্সে রোজাস ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠাতা করেন। রোজা একজন উদ্যোক্তা।

তাহসানের সঙ্গে বিয়ের গুঞ্জন : মোহনীয় লুকে রোজা আহমেদ

উল্লেখ্য, ২০০৬ সালের ৭ আগস্ট বিয়ের বন্ধনে আবদ্ধ হন তাহসান ও মিথিলা। এরপর ২০১৩ সালের ৩০ জুলাই তাদের ঘর আলোকিত করে আসে আইরা তাহরিম খান নামের কন্যাসন্তান। সেই সংসারে ভাঙনের পর ওপার বাংলার পরিচালক সৃজিত মুখার্জির গলায় মালা দেন মিথিলা। সেই সংসারেও এখন শোনা যাচ্ছে ভাঙনের গুঞ্জন।

অন্যদিকে মিথিলার সঙ্গে বিচ্ছেদের পর দীর্ঘদিন সিঙ্গেল ছিলেন তাহসান। তবে এবার সেই সিঙ্গেল ফাদার জীবনের অবসান ঘটলো। নতুন করে পথচলা শুরু করলেন দেশের জনপ্রিয় এই অভিনেতা ও গায়ক। 

এনএইচ

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন