• ঢাকা
  • শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

রগুনার বেতাগীতে বাবার লাশ ঘরে রেখে পরীক্ষার হলে ছেলে


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৬:৫৮ পিএম
রগুনার বেতাগীতে বাবার লাশ ঘরে রেখে পরীক্ষার হলে ছেলে

বাবার মৃত্যুর শোক বুকে চেপে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে খাইরুল বেপারী । বুধবার সকালে বাবার লাশ বাড়িতে রেখেই সে পরীক্ষা কেন্দ্রে যায়।

 খাইরুল বরগুনা জেলার বেতাগী উপজেলার পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের মানবিক বিভাগের শিক্ষার্থী। তার বাবার নাম আমজেদ বেপারী। তিন ভাই-বোনের মধ্যে খাইরুল সবচেয়ে ছোট। তাঁদের বাড়ি বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ভাগলের পাড় গ্রামে।

পরিবার সূত্রে জানা গেছে, আমজেদ বেপারী (৬৩) মঙ্গলবার রাত ৩ টার দিকে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। কিছুক্ষণের মধ্যে তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যায়। এলাকা সূত্রে জানা গেছে, আমজেদ বেপারী দিনমজুর এবং সামান্য উপার্জনক্ষম ছিলেন। খাইরুল বেপারী দিনমজুরের কাজ করে উপার্জিত অর্থ দিয়ে পড়ালেখা খরচ বহন করতো। তার বাবার মৃত্যুতে পরিবার অসহায়ত্বে
র মধ্যে পড়েছে।

 বুধবার সকালে বাবার লাশ বাড়িতে রেখেই খাইরুল তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ে পরীক্ষা দিতে যায় বিবিচিনি স্কুল এন্ড কলেজ কেন্দ্রে। সে ৬ নম্বর কক্ষে পরীক্ষা দেয়। বুধবার আসর নামাজের পর তাঁর বাবার দাফন করা হবে।

 পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: বজলুর রহমান বলেন, ‘মৃত্যুর খবর শুনে আমি খাইরুলের বাড়িতে যাই। তাকে মানসিকভাবে সান্ত্বনা দিই। পরে সে সাহস নিয়ে পরীক্ষায় অংশ নেয়।’

 উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা শিক্ষা কমিটির সভাপতি মো: বশির গাজী বলেন, ‘ খাইরুল বাবার মৃত্যুর খবর আমরা পেয়েছি। সে যেন সব কটি পরীক্ষায় অংশ নিতে পারে এবং ভালোভাবে পরীক্ষা দিতে পারে , সে জন্য প্রশাসনের পক্ষ থেকে খোঁজ খবর রাখা হবে।’

দৈনিক পুনরুত্থান / বরগুনা জেলা প্রতিনিধি

এ সম্পর্কিত আরও পড়ুন