মোবাইল ফোনের কারণে ব্রেন ক্যানসার? যা বলল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
মোবাইল ফোন ব্যবহারের কারণে ব্রেন ক্যানসারের ঝুঁকি বাড়ে বলে অনেকেই আশঙ্কা করেন। তাদের এই আশঙ্কা নিয়েই একটি গবেষণা চালিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নেতৃত্বাধীন একদল গবেষক।
তারা এ বিষয় নিয়ে এখন পর্যন্ত পাওয়া তথ্যগুলো পর্যালোচনা করে বলেছেন, ব্রেন ক্যানসারের ঝুঁকি বাড়ার সঙ্গে মোবাইল ফোনের সংশ্লিষ্টতা নেই।
তারবিহীন মোবাইল ফোনের ব্যবহার বহুলাংশে বৃদ্ধি পেলেও এটির সঙ্গে ব্রেন ক্যানসারের কোনো সম্পর্ক নেই। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) প্রকাশিত পর্যালোচনায় বলা হয়েছে, যারা মোবাইল ফোনে দীর্ঘ সময় কথা বলেন এবং গত এক দশক ধরে মোবাইল ফোন ব্যবহার করছেন তাদেরও— ফোনের কারণে ব্রেন ক্যানসারে আক্রান্ত হওয়ার কোনো শঙ্কা নেই।
নতুন এ গবেষণায় পর্যালোচনা করা হয়েছে ৬৩টি পুরোনো গবেষণা। যেগুলো করা হয়েছিল ১৯৯৪ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত। আর এগুলো পর্যালোচনা করেছেন ১০টি দেশের ১১জন গবেষক।
এছাড়া তারা মোবাইল ফোন, টিভি, বেবি মনিটর এবং রাডারের রেডিও তরঙ্গের প্রভাব নিয়েও গবেষণা করেছেন। এই গবেষণার অন্যতম সদস্য নিউজিল্যান্ডের অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ের ক্যানসার মহামারিবিদ্যা বিষয়ক প্রফেসর মার্ক এলউড বলেছেন, “এ নিয়ে যত বড় প্রশ্ন আছে সেগুলো পর্যালোচনা করে ক্যানসারের ঝুঁকি বাড়ার কোনো কিছু পাওয়া যায়নি।”
তিনি জানিয়েছেন তারা শিশু ও প্রাপ্ত বয়স্কদের ব্রেন ক্যানসার, সঙ্গে পিটুইটারি গ্রন্থি ও লাল গ্রন্থির ক্যানসার এবং লিউকেমিয়ার উপরও গবেষণা করেছেন। এছাড়া গবেষণা করেছেন ক্যানসারের ঝুঁকি বাড়ার সঙ্গে মোবাইল ফোন ব্যবহার, বেস স্টেশন, ট্রান্সমিটার এবং অন্যান্য বিষয়গুলোর সংশ্লিষ্টতার বিষয়টি। এদিকে এর আগেও যেসব গবেষণা চালানো হয়েছে সেগুলোতেও বলা হয়েছে মোবাইল ফোনের সঙ্গে ব্রেন ক্যানসারের সংশ্লিষ্টতা আছে এমন শক্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি।
দৈনিক পুনরুত্থান / নিজস্ব প্রতিবেদক
আপনার মতামত লিখুন: