মহাকাল নাট্য সম্প্রদায়ের শিখণ্ডী কথা'র ২০০ তম মঞ্চায়ন
বাংলাদেশে প্রথম হিজড়া সমাজের সুখ-দুঃখ কথামালায় গাঁথা গবেষণালব্ধ নাটক শিখণ্ডী কথা'র ২০০তম মঞ্চায়ন করলো মহাকাল নাট্য সম্প্রদায়।
' মঞ্চালোকে রাজপথে সাংস্কৃতিক পদচারণায় মহাকাল এর ৪০ বছরের নিরলস অভিযাত্রা'কে স্মরণীয় ও বর্ণাঢ্য করবার মানসে বছরব্যাপী অনুষ্ঠানমালার উদ্যোগ গ্রহণ করে।এরই ধারাবাহিকতায় ১২ জুলাই, ২০২৪ শুক্রবার সন্ধ্যা ৬.০০ টায় বাংলাদেশ
শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় হিজড়া সমাজের সুখ-দুঃখ কথামালায় গাঁথা গবেষণা নাট্য শিখন্ডী কথা'র ২০০তম মঞ্চায়নের আয়োজন করে।এর আগে ২০০২ সালের ২৫ সেপ্টেম্বর এ নাটকের উদ্বোধনী মঞ্চায়ন করা হয়েছিল বাংলাদেশ মহিলা সমিতি মিলনায়তনে। দীর্ঘ ২২বছর ২০০তম মঞ্চায়ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু হেনা মোরশেদ জামান, বিপিএএ, সচিব স্থানীয় সরকার বিভাগ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,মহাভারত থেকে এসেছে শিখন্ডী। আমাদের সমাজে তৃতীয় লিঙ্গের লোকজনকে আমরা ভালো চোখে দেখতে চাই না।নাটক কিছু মানুষের মননের পরিবর্তন ঘটাতে পারে কিন্তু একক ভাবে সব পরিবর্তন করতে পারে না। নাটকের মাঝে যে বার্তা থাকে তা আমরা মনে ধারণ করি না।নাটক এমন শক্তিশালী ভাবে করতে হবে যারা নাটক উপভোগ করে তারা যেন এর মঞ্চায়নের বার্তাটি মনে ধারণ করে এমন ভাবে আমাদের মঞ্চায়ন করতে হবে।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মঞ্চসারথী আতাউর রহমান একুশে পদক ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত অভিনেতা নির্দেশক সভাপতি -সংস্কৃতি বিষয়ক উপ-কমিটি বাংলাদেশ আওয়ামীলীগ। তিনি তার বক্তব্যে বলেন,এই লিঙ্গের লোকজনকে তুচ্ছতাচ্ছিল্য বা অবঘ্যা না করে তাদের সূযোগ দেওয়া উচিত। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের প্রধান বিচারপতি এই তৃতীয় লিঙ্গের।যাদের দেখে আমরা ঘৃণা করি আজ এই মঞ্চায়ন দেখলে মন থেকে তাদের বিষয়ে বিরূপ চিন্তা ঝড়ে যাবে ।
সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের নাট্য বিভাগের অধ্যাপক নাটকের নির্দেশক ড.রশিদ হারুন।
সন্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সায়লা ফারজানা।
এছাড়াও সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির উর্ধ্বতন উপ ব্যবস্থাপনা পরিচালক আলমগীর ফিরোজ ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বছরব্যাপী অনুষ্ঠান উদযাপন উপদেষ্টা পরিষদের সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করেন মোঃ আব্দুল জলিল । উৎসব মুখশব্দ পাঠ করেন,পলি বিশ্বাস শিখন্ডী কথা''র রচয়িতা আনন জামান ও নির্দেশক ড.রশিদ হারুন কে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়।এরপর অতিথি বৃন্দদের উত্তরিয় ও সম্মাননা ক্রেষ্ট প্রদান শেষে শিখন্ডী কথা''র ২০০ তম মঞ্চায়ন"" শিখন্ডীর কান্দনে কাঁপে আর কাঁদে আকাশের সবকটি তারা''র মঞ্চায়ন শুরু হয়।
পোষাক- ওয়াহিদা মল্লিক জলি, সুচনা সংগীত- -ড. ইউসুফ হাসান অর্ক, আলো ও মঞ্চ- ড. ইসলাম শফিক, কোরিওগ্রাফি- রাজশ্রী পাল শ্যামা প্রপস- শামস শাহরিয়ার কবি, পোষ্টার- ওয়ালিউর রহমান তনু, আবহ সংগীত- আব্দুল আলীম, রূপসজ্জা-শুভাশীষ দত্ত তন্ময়কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
সর্বাধিক মঞ্চায়নে অংশ নেয়া অভিনয় শিল্পী;
মীর জাহিদ হাসান, মো: শাহনেওয়াজ, ফারুক আহমেদ সেন্টু, সৈয়দ লুৎফর রহমান পলি বিশ্বাস, ইকবাল চৌধুরী, সৈয়দ ফেরদৌস ইকরাম ও কামরুজ্জামান সবুজ ২০০তম মঞ্চায়নে অংশ নেয়া সকল অভিনয় শিল্পী ও কলাকুশলীদের মাঝে ২০০তম মঞ্চায়ন স্মারক প্রদান করেন সম্মানিত সভাপতি। অনুষ্ঠান সঞ্চালনা করেন শাহেদুল ইসলাম (আহ্বায়ক) মোঃ শাহনেওয়াজ (সদস্য সচিব)।
দৈনিক পুনরুত্থান / নিজস্ব প্রতিবেদক
আপনার মতামত লিখুন: