• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

Advertise your products here

  1. জাতীয়

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত নাজিম উদ্দিনের সু-চিকিৎসার দাবি


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১:৩৮ পিএম
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত নাজিম উদ্দিনের সু-চিকিৎসার দাবি

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গুরুতর আহত নাজিম উদ্দিনের সূ-চিকিৎসার দাবি জানিয়েছেন তার পরিবার।

গত ১৯ জুলাই ভাটারা থানাধীন শাহজাদপুর বাঁশতলা এলাকায় ছাত-জনতার সংঘর্ষ চলাকালীন সময় গুলিবিদ্ধ হন মাদ্রাসা শিক্ষার্থী নাজিম উদ্দিন।

ঘটনার দিন গুরুতর আহত অবস্থায় তাকে বাড্ডার একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তার প্রাথমিক চিকিৎসা কার্যক্রম সম্পন্ন করা হয়।

তার মাথাসহ দেহের বিভিন্ন জায়গায় অসংখ্য স্প্রিন্টার রয়েছে।প্রাণনাশক বস্তূগুলো অপসারণ না করায় বর্তমানে তার শারীরিক অবস্থার নানা রকম অবনতি দেখা দিয়েছে বলে জানিয়েছেন তার পিতা-খোকন গাজী।তাদের আহত সন্তানকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে উন্নত চিকিৎসার আওতায় আনার দাবি জানান তারা।

আন্দোলনে অংশ নেওয়া অন্যান্যদের পক্ষ থেকে জানানো হয়,নাজিম বৈষম্য বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করছিলেন।যে কারণে সংঘর্ষের সময় তিনি মারাত্মক আঘাতপ্রাপ্ত হন, যার ফলে তার চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে আর্থিক সহায়তা ও উন্নত চিকিৎসার ব্যবস্থা করা প্রয়োজন।


নাজিম উদ্দিন এর অসচ্ছল পরিবারও তার চিকিৎসার খরচ বহনে হিমশিম খাচ্ছে বলে জানানো হয়েছে। তারা সরকারের পাশাপাশি সর্বস্তরের মানুষের কাছে আর্থিক ও মানবিক সহায়তা চেয়েছে।

পরিবার সূত্র জানায় গত কয়েক দিন আগে নাজিমকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। সেখানকার চিকিৎসকরা জানিয়েছেন,তার উন্নত চিকিৎসা দরকার।সংশ্লিষ্টরা আশা করছেন,দ্রুত চিকিৎসার উদ্যোগ নেওয়া হলে তার জীবনযাপন করা সম্ভব হয়ে উঠবে।

এ জন্য তার পরিবার রাষ্ট্রের সকলের কাছে তার চিকিৎসা বিষয়ে সার্বিক সহযোগিতা চেয়েছেন।

দৈনিক পুনরুত্থান / মোঃ রিপন হাওলাদার

এ সম্পর্কিত আরও পড়ুন