বরগুনায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

বরগুনা পাথরঘাটা উপজেলার রাহানপুর ইউনিয়নের বিএনপির আহবায় মোহাম্মদ আবুল কালাম ওরফে গদি কালামের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে, আজ সকাল দশটায় (৩০মার্চ) রোজ শনিবার লেমুয়া বাজারে সৈয়দ ফজলুল হক ডিগ্রী কলেজের সামনে কয়েকশত নারী ও পুরুষ এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।


মোঃ আবুল কালামের মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবিতে বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ ও বক্তব্য রাখেন।
রায়হানপুর ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায় শাহ আলম বাদল , বলেন, মোঃ আবুল কালাম কে গত ২৮ শে মার্চ রাতে গ্রেফতার করে একটি মিথ্যা মামলায়, ওই মামলাটি মিথ্যা বানোট বলে দাবি করেন মানববন্ধনের নেতৃবৃন্দ । আবুল কালাম দীর্ঘদিন মামলা হামলায় নির্যাতনে শিকার হয়েছেন আওয়ামী লীগের হাতে। তিনি রাহানপুর ইউনিয়নের বিএনপির সভাপতি দায়িত্ব পালন ও বারবার চেয়ারম্যান পদে নির্বাচন করেছেন, গরিব অসহায় মানুষের সুখ দুঃখে পাশে ছিলেন।
রাজনীতি একটি প্রতিপক্ষ দল তার মান-সম্মান ক্ষুন্ন করার লক্ষ্যে এই মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানি করা হয়েছে, আমরা তার মুক্তির দাবি করছি এ মানববন্ধনের মধ্য দিয়ে। অচিরে আবুল কালাম কে মুক্তি না দিলে আগামীতে আমারা কঠিন কর্মসূচি পালন করব।
দৈনিক পুনরুত্থান / বরগুনা জেলা প্রতিনিধি
এ সম্পর্কিত আরও পড়ুন

আপনার মতামত লিখুন: