ফের সড়ক অবরোধ করল তিতুমীর কলেজের শিক্ষার্থীরা
সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরে কমিশন গঠনের দাবিতে কলেজ ফটকের সামনের সড়ক অবরোধ করে নতুন করে বিক্ষোভ শুরু করেছেন কলেজটির শিক্ষার্থীরা। এর আগে দিনের বেলা ৫ ঘণ্টার বেশি সড়ক ও রেলপথ অবরোধ করেছিলেন তারা।
সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ফের বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এতে মহাখালী আমতলী মোড় থেকে গুলশান-১ অভিমুখী সড়কে যানচলাচল বন্ধ হয়ে গেছে।
এদিকে একই দাবিতে সচিবালয়ে অনশনে বসেছেন কলেজের ১৪ জন শিক্ষার্থী। তারা মন্ত্রণালয়ের ডাকে বৈঠকে অংশ নিতে সেখানে গিয়েছিলেন।
এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে সরকারের পক্ষ থেকে বিষয়টি নিয়ে আলোচনার জন্য শিক্ষার্থী প্রতিনিধিদের শিক্ষা মন্ত্রণালয়ে ডাকা হয়। ১২ সদস্যের একটি প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ে যান। প্রতিনিধি দলে ছিলেন— মেহেদী হাসান, মাহামুদুল হাসান, জাহাঙ্গীর সানি, আমিনুল, নুর উদ্দিন জিসান, কাউসার আহমেদ, মোশারফ হোসেন, তোহা, নুর মোহাম্মদ, হাবিব উল্লাহ রনি, আব্দুল হামিদ এবং নিরব হোসেন।
শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকের পর পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছিলেন শিক্ষার্থীরা।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ে রূপান্তরসহ তিন দফা দাবিতে আন্দোলন করছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। দাবিগুলো হলো —
১. ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে ৭ কলেজ থেকে তিতুমীর কলেজকে পৃথক (আলাদা) করতে হবে।
২. তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের লক্ষ্যে কমিশন গঠন করতে হবে।
৩. তিতুমীরকে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার রূপরেখা প্রণয়ন করতে হবে।
দৈনিক পুনরুত্থান / নিজস্ব প্রতিবেদক
- বিষয়:
- সড়ক অবরোধ
- তিতুমীর কলেজ
আপনার মতামত লিখুন: